রাতভর নাটকের পর গ্রেপ্তার ভারতীয় পেসার শামির স্ত্রী
- আপডেট সময় : ০৪:২০:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ ১৩৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক |
ভারতীয় পেসার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহানকে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ পুলিশ। সোমবার ভোররাতে উত্তর প্রদেশের আমরোহা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হাসিন জোর করে শামির পৈতৃক বাড়িতে ঢোকার চেষ্টা করেন। এ নিয়ে রাতভর হইচই হয়। পরে পুলিশ সকাল হওয়ার আগে আগে তাকে গ্রেপ্তার করে।
হাসিনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা সোমবার বলেন, ‘হাসিন রোববার আমাকে জানিয়েছিলেন যে তিনি আমরোহাতে আছেন। সেখানে তার শ্বশুরবাড়ি যাবেন এটাও জানিয়েছিলেন। সেখানে ভোটার লিস্টে তার নাম আছে।’
আমরোহাতে আবার নির্বাচন হয়ে গেছে। তার পরও তিনি কেন শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়।
এর আগে হাসিন শামির ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। কলকাতা পুলিশ সেই মামলায় ইতিমধ্যে চার্জশিটও জমা দিয়েছে। সেই চার্জশিটে শামির দাদাকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। রোববার আমরোহাতে যে বাড়িতে গিয়েছিলেন হাসিন সেই বাড়িতেই থাকেন শামির ওই ভাই।