সংবাদ শিরোনাম :
মুগদায় ২০০০ পিস ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯ ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি;
রাজধানীর মুগদা থানা এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। ১৯ এপ্রিল,২০১৯ বিকাল ৫ টায় মুগদা থানাধীন মানিকনগর ওয়াসা রোডের সালামত উল্লাহ গলির একটি বাসায় অভিযান চালিয়ে উল্লেখিত সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ঐদিন বেলা ৪ টার দিকে মোঃ আব্দুর রহিম নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত বাসা থেকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর মুগদা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় মুগদা থানা পুলিশ।
অভিযানকালে উল্লেখিত অভিযুক্তের বাসায় তল্লাশী করে আরো ২০০০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ সংক্রান্তে মুগদা থানায় একটি মামলা রুজু হয়েছে।