স্বরূপকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলমের উপর সন্ত্রাসী হামলা

- আপডেট সময় : ০৯:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৪৫৪ বার পড়া হয়েছে

স্বরূপকাঠি প্রতিনিধি : পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মহিদুল ইসলামের উপর সন্ত্রাসী বাহিনীর অতর্কিত হামলার শিকার হয়েছেন। জমি সংক্রান্ত একটি সংবাদ সংগ্রহের সময় তার উপর ক্ষিপ্ত হন হামলাকারীরা। এর দুদিন পরে শনিবার আনুমানিক রাত আটটার দিকে স্বরূপকাঠী হাসপাতাল সংলগ্নে রোডে একা পেয়ে এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হামলাকারীরা পরিকল্পিতভাবে সাংবাদিক মহিদুল ইসলামের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় তার উপর লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এরপরে চিকিৎসারত ডাক্তাররা তার গুরুতর অবস্থা দেখে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে । বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল, স্বরূপকাঠি উপজেলা প্রেসক্লাব এবং জেলাব্যাপী সংবাদকর্মীরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সবসময় সমাজের অন্যায়-অবিচার, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কলম চালিয়ে আসছেন। তাদের উপর হামলা মানে গণমাধ্যমকে স্তব্ধ করার চেষ্টা। এ ধরনের বর্বরোচিত হামলা কখনো সহ্য করা হবে না।
দেশের বিভিন্ন গণমাধ্যম সংগঠনও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।