সাবেক ছাত্রদল নেতা জসীম উদ্দীনের খালার বনশ্রীর বাসায় সন্ত্রাসীদের হামলা

- আপডেট সময় : ০৯:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে সাবেক ছাত্রদল নেতা জসীম উদ্দীনের খালার বাসায় অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা হঠাৎ করে তার খালার বাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
জসীম উদ্দীনের খালা আমেনা খাতুন জানান, জসীম তার বড় বোনের ছেলে। বাবা-মা মারা যাওয়ার পর থেকেই তার বাসায় জসীমের নিয়মিত যাতায়াত ছিল। তিনি দীর্ঘদিন যাবত প্রবাসে আছেন। ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি হাবিবুল্লাহ বাহার কলেজ শাখায় সাংগঠনিক সম্পাদক এবং সিদ্ধেশ্বরী কলেজ শাখায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আমেনা খাতুন আরও বলেন, “আমার ভাতিজা বিএনপির সমর্থক। বিগত সরকারের আমলে একাধিকবার আমার বাসায় অজ্ঞাত সন্ত্রাসীরা এসে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেছে। এবারও ধারণা করা হচ্ছে, জসীম উদ্দীন এখানে থাকতে পারে, এমন সন্দেহ থেকে এই হামলা চালানো হয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, এই হামলার কারণে তার পরিবার বর্তমানে মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছে।