কাস্টমস কমিশনার মাহবুবুর রহমানের শত কোটি টাকার সাম্রাজ্য: দুদকের প্রশ্নবিদ্ধ নীরবতা!

- আপডেট সময় : ০৭:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এ যেন দুর্নীতির এক নতুন মহাকাব্য। শুরুটা মংলা কাস্টমস থেকে, আর শেষ রাজধানীর অভিজাত মহল পর্যন্ত।
সাবেক কাস্টমস কমিশনার একে এম মাহবুবুর রহমান এনবিআরের ভেতরে দুর্নীতি ও লুটপাটের নতুন প্রতীক হয়ে উঠেছেন। কর্মকর্তা মহলে তিনি পরিচিত ‘নব্য মতিউর’ নামে। শেখ হাসিনার আমলে রাজস্ব খাতে তার প্রভাব বিস্তার করে গড়ে তোলা হয়েছে অবিশ্বাস্য সম্পদের পাহাড়।
বসুন্ধরায় বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট, রাজধানী ও আশপাশে অন্তত ৯টি আবাসিক ও বাণিজ্যিক প্লট, উত্তরা ও সাভারে একাধিক ফ্ল্যাট ও জমি, এমনকি সিকদার মেডিকেল কলেজের পাশেই কোটি টাকার সম্পত্তি—সব মিলিয়ে এক গোপন সাম্রাজ্য।
এই সব সম্পদের বড় অংশই রেকর্ডে রয়েছে তার দ্বিতীয় স্ত্রী নাহিদ সুলতানার নামে। তাকে দিয়ে গড়ে তোলা শত কোটি টাকার এই সাম্রাজ্য অনেকটা সম্রাট শাহজাহান–মমতাজের গল্পকেও হার মানায়।
মোটাদাগে প্রশ্ন উঠেছে যে, একজন রাজস্ব কর্মকর্তা কীভাবে গড়ে তুললেন এই অস্বাভাবিক সম্পদের পাহাড়? আর দুর্নীতি দমন কমিশন (দুদক) কেন নীরব?
দেশবাসীর উদ্দেশ্যে খুব শিগগিরই প্রকাশ্যে আসবে সাবেক কমিশনার মাহবুবুর রহমানের দুর্নীতির পূর্ণ চিত্র।
অপেক্ষা করুন…