সংবাদ শিরোনাম :
সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
২৮ আগস্ট বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, ভোলা কোর্টের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রকাশিত সংবাদের জের ধরে এই মামলা দায়ের করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়।
নেতৃবৃন্দ জানান, কোনো ব্যক্তি সংবাদে ক্ষুব্ধ হলে প্রতিবাদ জানানোর বা প্রেস কাউন্সিলে অভিযোগ করার সুযোগ রয়েছে। কিন্তু আইনানুগ পথ এড়িয়ে সরাসরি মামলা দায়ের করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ডিইউজে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠান ডিইউজের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ।