শ্রীনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রবিনের দৌরাত্ম্য, হাসপাতাল কেন্দ্রিক মাদক-ভেজাল ওষুধ সাপ্লাই

- আপডেট সময় : ০৮:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৬৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের শ্রীনগরে এখনও আধিপত্য বিস্তার করে যাচ্ছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রবিন হোসেন। স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ছেলে রবিন আওয়ামী লীগ সরকার পতনের পরও গোপন মিটিংয়ের মাধ্যমে বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ছাত্রলীগ করায় রবিনের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি থানা লীগের নেতা ছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও তার চাঁদাবাজি ও প্রভাব বিস্তার থেমে নেই। বাজার থেকে বিভিন্ন দফতর—সব জায়গাতেই তার দাপট। প্রভাবের ভয়ে সাধারণ মানুষ নীরব থাকলেও ভেতরে ভেতরে অতিষ্ঠ হয়ে উঠেছেন।
শ্রীনগর বাজারে রবিনের বাবার নামে প্রতিষ্ঠিত ইয়াসমিন দেলোয়ার হাসপাতালকে কেন্দ্র করে চলছে নানা অপকর্ম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালার পরিপন্থী কার্যক্রমের পাশাপাশি ওই হাসপাতালের আড়ালে ভেজাল ওষুধ বিক্রি এবং প্রকাশ্য মাদক বাণিজ্য চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। হাসপাতালকে ঘিরেই গড়ে উঠেছে একটি সক্রিয় মাদক চক্র। এ বিষয়ে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
রবিন হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জরুরী মিটিংয়ে আছি।