খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া শিশুকিশোর মেলার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

- আপডেট সময় : ০২:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৯৫২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ: সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে দেশমাতা বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া শিশু- কিশোর মেলার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সাবেক ডেপুটি মেয়র, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পারিষদের সদস্য ও জননেতা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম,এ মালেক, একুশে পদক প্রাপ্ত ছড়াকার আবু সালেহ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুর। জননেতা আব্দুস সালাম বলেন, আমাদের শিশু কিশোরদের একেকজন জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হিসেবে গড়ে তুলতে চাই। দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে সবাইকে দীক্ষিত করার জন্য কাজ করার আহবান জানান প্রধান অতিথি। তিনি বলেন যারা পি.আর পদ্ধতি কথা বলে গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে, তারা হচ্ছে আধিপত্যবাদের তাবেদার এবং প্রকৃতপক্ষে তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চায়, এদেরকে প্রতিরোধ করতে হবে।