পিবজা’র উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের নিয়ে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৫:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
বাজিতপুর (কিশোরগঞ্জ): প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ অ্যলামনাই অ্যাসোসিয়েশন (পিবজা)-এর উদ্যোগে কিশোরগঞ্জের বাজিতপুরে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা-এর দুই শতাধিক অতিদরিদ্র প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকা থেকে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার হলরুমে পিবজা-এর সভাপতি অ্যাডভোকেট রুহী শামসাদ আরা, সহসভাপতি প্রিন্সিপাল এম. এ মোনায়েম, ম. মাহবুবুর রহমান ভূঁইয়া ও অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ড.রথীন্দ্রনাথ সরকার রবিন, অর্থ সম্পাদক তছলিমা খাতুনসহ সাংবাদিক সাইদুল ইসলাম (বাংলাদেশ পোস্ট) ও উপস্থিত কার্যনিবাহী কমিটির অন্যান্য সদস্যগণ প্রতিবন্ধী শিশুদের পিঠা উৎসব কার্যক্রম শুরু করেন। দেশীয় প্রায় ৮ ধরণের পিঠা প্রতিবন্ধী শিশুরা খেয়ে আনন্দের সাথে বিকাল ০৫:০০ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সাংস্কৃতিক প্রোগ্রামে গান পরিবেশ করেন কটিয়াদী নজরুল একাডেমির বদিউজ্জামান বাচ্ছুর নেতৃত্বে নজরুল শিল্পী গোষ্ঠী। এছাড়া গান পরিবেশন করেন অত্র পাঠশালার ক্ষীণ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী বর্ণা আক্তার ও নৃত্য পরিবেশন করেন ডাউন্স শিশু মোহনা ইসলাম। এ সময় মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনবার্সন কেন্দ্রের প্রধান শিক্ষক নূরে হায়াত আফসানাসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালের অধিবেশনে পিবজা’র সভাপতি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার হলরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ অ্যলামনাই অ্যাসোসিয়েশন-এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যনির্বাহী পরিষদের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। পিবজার সভাপতি ও সাধারণ সম্পাদক মৃত্তিকার প্রতিষ্ঠাতা ম. মাহবুববুর রহমান ভূইয়াকে এ আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অত্র প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।