কুবিতে কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত বঙ্গবন্ধু পরিষদের মোমবাতি প্রজ্বলন

- আপডেট সময় : ০৪:১৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় ২৫ শে মার্চে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আইনুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক অর্ণব বিশ্বাস, আলী আহসান, আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক সোহেল, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম, একই বিভাগের প্রভাষক অমিত দত্ত, সালমা আক্তার উর্মি, মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবাইদা রাহিদ, বাংলা বিভাগের প্রভাষক পাভেল মাহমুদ।