ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগস্ট বিপ্লবের অদৃশ্য শক্তি তারেক রহমান – মাহমুদ হাসান Logo ছাত্র জনতাকে ১০ মিনিটে ক্লিয়ার করার ঘোষণা দেয়া হামিদ চাকুরীতে বহাল Logo ছাত্রলীগ নেত্রী যুবলীগ নেতার প্রতারণার শিকার চিকিৎসক সালেহউদ্দিন: বিচার ও প্রতিকার দাবি Logo দেশসেরা সহকারী জজ পরীক্ষায় প্রথম স্থান অর্জনে সংবর্ধনা Logo মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ’র Logo এনবিআরে আরেক মতিউর: কর কমিশনার কবিরের সম্পদের পাহাড় Logo চাকুরীর নামে ভুয়া মেজরের কোটি টাকার প্রতারণা: মিথ্যে মামলায় ভুক্তভোগীদের হয়রানি Logo পটুয়াখালী এলএ শাখায় ঘুষ ছাড়া সেবা পাচ্ছেনা ইপিজেড ও পায়রা বন্দরের ক্ষতিগ্রস্তরা Logo খুলনায় বন্ধ পাটকল চালু ও বকেয়া বেতনের দাবিতে আমজনতার দলের বিক্ষোভ Logo এলজিইডি প্রধান প্রকৌশলী রশীদ’র বিরুদ্ধে ৩০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ




ডিএনসিসি’র নির্বাচন আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯ ১৮৬ বার পড়া হয়েছে

– মেয়র পদে ৫ জন
– কাউন্সিলর পদে মোট ৩২৩ জন
– মোট ভোটকেন্দ্র ১ হাজার ২৯৫টি
-ভোটার সংখ্যা মোট ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার ১৪ লাখ ৭২ হাজার ৯১ জন।

হাফিজুর রহমান শফিক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে আজ। ভোট গ্রহণ শুরুর হবে সকাল ৮টায় শেষ হবে বিকাল ৪টায়। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে এই উপনির্বাচন। গত একাদশ জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ দেখিয়ে তারা বর্জন করেন এবারের ডিএনসিসি’র উপ- নির্বাচন। একই দিনে উত্তর ও দক্ষিণে স¤প্রসারিত ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়ের পদে ৫ জন ্এবং ৩৬ টি ওয়ার্ডে ৩২৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্ব্িদ্বতা করছেন এই নির্বাচনে। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত করার সকল প্রস্তুতি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

ঢাকা ঊওর সিটির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর এ আসনটি শ‚ন্য হয়। এই নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম, জাতীয় পার্টির শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।

মেয়র পদপ্রার্থী ছাড়া উত্তরের স¤প্রসারিত ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ২১ নম্বর ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর দক্ষিণ সিটির স¤প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসি স‚ত্র জানান, উত্তর সিটির সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত ওয়ার্ড ১৮টি, মোট ভোটকেন্দ্র ১ হাজার ২৯৫টি এবং ভোটকক্ষ ৬ হাজার ৪৮২টি। এতে মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার ১৪ লাখ ৭২ হাজার ৯১ জন।

ঢাকা উত্তর সিটির স¤প্রসারিত ১৮ ওয়ার্ডের মধ্যে ১৮টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ৬ ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৪৩টি এবং ভোটকক্ষ ১ হাজার ৪৭২টি। মোট ভোটার ৫ লাখ ৯০ হাজার ৭০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৮ হাজার ২৮৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৯২ হাজার ৪২০ জন।

ঢাকা দক্ষিণ সিটির স¤প্রসারিত ১৮টি ওয়ার্ডের মধ্যে সাধারণ ১৮টি ওয়ার্ড ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৩৫টি এবং ভোটকক্ষ ১ হাজার ২৫২টি। মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ২৩৮ জন।

উল্লেখ্য ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর এ পদ শ‚ন্য হয়। নির্বাচিত কমিশনের তফসিল ঘোষণার প্রাককালে রাষ্ট্রপক্ষ নির্বাচন অনুষ্ঠানের সময় চেয়ে উচ্চ আদালতে রিট করেন। পরে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার রাষ্ট্রপক্ষে করা সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক।

গত বছর ১৬ জানুয়ারি হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করেন রাজধানী উত্তরের বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান। পরদিন ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচন ও স¤প্রসারিত ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন।

নির্বাচন কমিশন (ইসি) স‚ত্র জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বুধবার রাত ১২টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত বাস, ট্রাক, টেম্পো, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বেবিট্যাক্সি/অটোরিকশা, ইজিবাইক ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকার ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে শেষ হয় নির্বাচনী প্রচারণা। এছাড়া দুই সিটিতে ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন নির্বাচন কমিশন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণে যেকোন প্রকার বাধা বা বিশৃঙ্খলা ঠেকাতে নির্বাচন কমিশন ও প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




ডিএনসিসি’র নির্বাচন আজ

আপডেট সময় : ১২:২৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯

– মেয়র পদে ৫ জন
– কাউন্সিলর পদে মোট ৩২৩ জন
– মোট ভোটকেন্দ্র ১ হাজার ২৯৫টি
-ভোটার সংখ্যা মোট ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার ১৪ লাখ ৭২ হাজার ৯১ জন।

হাফিজুর রহমান শফিক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে আজ। ভোট গ্রহণ শুরুর হবে সকাল ৮টায় শেষ হবে বিকাল ৪টায়। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে এই উপনির্বাচন। গত একাদশ জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ দেখিয়ে তারা বর্জন করেন এবারের ডিএনসিসি’র উপ- নির্বাচন। একই দিনে উত্তর ও দক্ষিণে স¤প্রসারিত ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়ের পদে ৫ জন ্এবং ৩৬ টি ওয়ার্ডে ৩২৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্ব্িদ্বতা করছেন এই নির্বাচনে। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত করার সকল প্রস্তুতি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

ঢাকা ঊওর সিটির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর এ আসনটি শ‚ন্য হয়। এই নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম, জাতীয় পার্টির শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।

মেয়র পদপ্রার্থী ছাড়া উত্তরের স¤প্রসারিত ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ২১ নম্বর ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর দক্ষিণ সিটির স¤প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসি স‚ত্র জানান, উত্তর সিটির সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত ওয়ার্ড ১৮টি, মোট ভোটকেন্দ্র ১ হাজার ২৯৫টি এবং ভোটকক্ষ ৬ হাজার ৪৮২টি। এতে মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার ১৪ লাখ ৭২ হাজার ৯১ জন।

ঢাকা উত্তর সিটির স¤প্রসারিত ১৮ ওয়ার্ডের মধ্যে ১৮টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ৬ ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৪৩টি এবং ভোটকক্ষ ১ হাজার ৪৭২টি। মোট ভোটার ৫ লাখ ৯০ হাজার ৭০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৮ হাজার ২৮৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৯২ হাজার ৪২০ জন।

ঢাকা দক্ষিণ সিটির স¤প্রসারিত ১৮টি ওয়ার্ডের মধ্যে সাধারণ ১৮টি ওয়ার্ড ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৩৫টি এবং ভোটকক্ষ ১ হাজার ২৫২টি। মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ২৩৮ জন।

উল্লেখ্য ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর এ পদ শ‚ন্য হয়। নির্বাচিত কমিশনের তফসিল ঘোষণার প্রাককালে রাষ্ট্রপক্ষ নির্বাচন অনুষ্ঠানের সময় চেয়ে উচ্চ আদালতে রিট করেন। পরে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার রাষ্ট্রপক্ষে করা সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক।

গত বছর ১৬ জানুয়ারি হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করেন রাজধানী উত্তরের বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান। পরদিন ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচন ও স¤প্রসারিত ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন।

নির্বাচন কমিশন (ইসি) স‚ত্র জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বুধবার রাত ১২টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত বাস, ট্রাক, টেম্পো, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বেবিট্যাক্সি/অটোরিকশা, ইজিবাইক ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকার ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে শেষ হয় নির্বাচনী প্রচারণা। এছাড়া দুই সিটিতে ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন নির্বাচন কমিশন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণে যেকোন প্রকার বাধা বা বিশৃঙ্খলা ঠেকাতে নির্বাচন কমিশন ও প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ।