করোনায় অসহায় বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র

- আপডেট সময় : ১০:৩৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ১২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
প্রাণঘাতী এই করোনা মহামারির অন্যতম কেন্দ্র বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনার প্রভাব এতটাই বেশি যে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ১১৫৪ জনের। এছাড়াও এই ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৪৮ জন।
দেশটিতে মোট করোনাক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ১২২ জন এবং মৃত্যু হয়েছে ৬৮ হাজার ৫৯৮ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ২৬৩ জন। যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ২৪ হাজার ৬৪৮ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৮৮৩ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে মৃত্যু হয়েছে ৭৮৮৬ জনের, আক্রান্ত এক লাখ ২৭ হাজার ৪৩৮ জন। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, আজ সোমবার (৪ মে) সকাল ৮ টা ৫০ মিনিট পর্যন্ত বিশ্বের ২১০টি দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ৬৬ হাজার ০০৪ জনে। মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ২৬৬ জনের। সুস্থ হয়েছে ১১ লাখ ৫৪ হাজার ০১৪ জন। গুরুতর অবস্থায় আছে ৫০ হাজার ৪০ জন।