সংবাদ শিরোনাম :
রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই, মানুষের চলাচল বাড়ছে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ১১৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;
রাজধানী ঢাকায় বাড়েছে সাধারণ মানুষের চলাচল। ঢাকার প্রবেশমুখগুলো দিয়েও ঢুকছে অসংখ্য যানবাহন। মানুষের চলাচল সীমিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও নেই আগের মতো। যানবাহনের সাথে পাল্লা দিয়ে, পায়ে হেঁটে ঢাকায় ঢোকা মানুষের সংখ্যা বেড়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর কিছুটা শিথিল ভূমিকা আর পোশাক কারখানা খুলে দেয়ার কারণেই এমন পরিস্থিতি। যারা রাজধানীতে আসছেন তারা বলছেন, প্রয়োজনেই ঢাকায় ফিরছেন তারা।
রাজধানীর ভেতরের সড়কগুলোতেও বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যানবাহনের সংখ্যা বেশি। চেকপোস্টগুলোতেও কড়াকড়ি নেই আগের মতো। যদিও আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, যারা কারণ ছাড়া বের হচ্ছে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। কেবল জনগুরুত্বপূর্ণ ও সেবা সংস্থা এবং রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে শিথিলতা রয়েছে বলে দাবি করেছেন তারা।