ঢাকার বাইরে থাকা শ্রমিকদের আসা দরকার নেই: বিজিএমইএ
- আপডেট সময় : ০৬:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ৮০ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট |
ঢাকার বাইরে যেসব পোশাক শ্রমিক আছেন তাদের এখন ঢাকায় আসার দরকার নেই। তাদের বেতন পৌঁছে দেয়া হবে। আজ বুধবার বিজিএমইএ এর হোয়াটঅ্যাপ গ্রুপে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, যেহেতু সরকার ঢাকার আশপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে কারখানা খোলার অনুমতি দিয়েছে, তাই ঢাকার বাইরে থেকে কোনও পোশাক শ্রমিককে ঢাকায় না আসার জন্য বলা হলো।
গতকাল মঙ্গলাবার পোশাক মালিকদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকার ভেতরে অবস্থানরত শ্রমিক দিয়েই সীমিত আকারে পোশাক কারখানা চালাতে হবে। ঢাকার বাইরে থেকে আপাতত গার্মেন্টস কর্মীরা আসতে পারবে না। যেসব কারখানা চালবে তারা স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চলবে। মন্ত্রীর এই বক্তব্যের পর আজ সংগঠণটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হলো।
এর আগে, গত ২৭ এপ্রিল বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর পক্ষ থেকে একই ধরনের ঘোষণা দেয়া হয়।