সংবাদ শিরোনাম :
ফরিদপুরে বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ১১৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ফরিদপুর |
ফরিদপুরের চর ভদ্রাসনে বজ্রাঘাতে দুই কৃষক মারা গেছেন। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গার শেষ মাথা ও পাশের মাথাভাঙ্গা চরে এ ঘটনা ঘটে। ওই দুই কৃষক চরে গরু চড়াতে গিয়েছিলেন।
নিহতরা হলেন, জয়নাল মোল্লার (৩৯) বাড়ি সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নে এবং হাশেম মোল্লা (৬১) চর ভদ্রাসন সদর ইউনিয়নের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, ওই দুই কৃষক গরু চড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ওই দুই পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার করে ৪০ হাজার টাকা তুলে দিয়েছেন।