সংবাদ শিরোনাম :
টেকনাফে তাবলীগ ফেরত ব্যক্তি করোনা শনাক্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি,
টেকনাফে তাবলীগ ফেরত এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. টিটু চন্দ্র শীল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আক্রান্ত ব্যক্তি তাবলীগের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে যান। গত ১৬ এপ্রিল লকডাউনের মধ্যে বিভিন্ন পরিবহণের করে গ্রামে ফেরেন। এরপর প্রশাসন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। তার ফলাফল পজিটিভ এসেছে।
এর আগে তাবলীগ ফেরত আরও এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া মারিশবনিয়া এলাকার বাসিন্দা।