রোগীর মৃত্যুতে শেবাচিমের মেডিসিন ইউনিট লকডাউন, ২৪ চিকিৎসক নার্স কোয়ারেন্টাইনে

- আপডেট সময় : ০৭:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ১১৫ বার পড়া হয়েছে

বরিশাল অফিস;
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ইউনিট-৩ লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ওই ইউনিটের ২৪ জন চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টাইনে যাবার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন শুক্রবার জানান, গত ১৩ এপ্রিল বাবুগঞ্জ উদয়পুর এলাকার বাসিন্দা এক অজ্ঞান রোগীকে (৭০) আত্মীয়রা জ্বর-কাশি-শ্বাসকষ্টের তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি করে। ১৫ এপ্রিল ওই রোগীর এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হলে তাকে করোনা ইউনিটের আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হয়। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে বৃহস্পতিবার রাতে তার করোনা শনাক্ত হয়। এতে করে বৃহস্পতিবার রাতেই মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান, ইউনিট প্রধানের সঙ্গে আলোচনা করে লকডাউন ও চিকিৎসক-নার্সদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। এছাড়াও বিষয়টি আইইডিসিআরকেও জানানো হয়েছে।
শেবাচিমের করোনা ওয়ার্ডে রোগীর মৃত্যু
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এক রোগীর মৃত্যু হয়েছে।
হাসাপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, পটুয়াখালীর কলাপাড়া থেকে গত ১৫ এপ্রিল ৪০ বছর বয়সী এক নারী মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়। ১৬ এপ্রিল তার করোনার উপসর্গ থাকায় তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হলেও শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, শুক্রবার বেলা ১১টার দিকে নিরাপত্তা সহকারে সরকারের নিয়ম অনুযায়ী তার মরদেহ গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠানো হয়েছে। শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার দুপুর পর্যন্ত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন যার মধ্যে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।