করোনা নেগেটিভের পরও জ্বর–শ্বাসকষ্টে মৃত্যু
- আপডেট সময় : ০৯:৪৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ১২২ বার পড়া হয়েছে
প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা এক নারী (২৮) মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি আইসোলেশনে ভর্তি ছিলেন। তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেনারেল হাসপাতালের সামনে সরকারি একটি প্রতিষ্ঠানে আইসোলেশন ওয়ার্ডে চারজন ভর্তি ছিলেন। সন্ধ্যায় এক নারী মারা যান। ১০ দিন আগে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়া শহরের ওই নারী ভর্তি হয়েছিলেন।
আরএমও আরও বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভর্তি হওয়ার পরপরই তাঁর শরীরে করোনাভাইরাস আছে কি না, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছিল। প্রতিবেদনও নেগেটিভ আসে। যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিলেন, তাই তাঁকে আইসোলেশনের একটি কক্ষে আলাদাভাবে রাখা হয়েছিল।