মহামারীতেও ছিনতাইকারী চোখ এড়াতে পারেনি ‘ এসআই মহিউদ্দিনের ‘
- আপডেট সময় : ০২:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
বরিশাল ব্যুরো || করোনা ভাইরাস মহামারীতেও থামেনি চোর,ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী। আবার এদের পিছও ছাড়েনি বরিশালের দক্ষ পুলিশ কর্মকর্তারা। তারাও সজাগ রয়েছেন এদের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর মত। এমনইটাই দেখা গেছে গতকাল নগরীর রুপাতলীতে। রুপাতলীতে বিপুল পরিমাণ ছিনতাইয়ের টাকাসহ আটক করেছে একজনকে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষ ও চৌকস ডিবি পুলিশ অফিসার মহিউদ্দিন মাহি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাহাবুবকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন ‘ ভাবতে অবাক লাগে এই মহামারীতেও আমরা মানুষ হইতে পারলাম না। গতকাল এই ছিনতাইকারী মাহাবুবকে রুপাতলী এলাকা হইতে ছিনতাইয়ের ৯৪,৫৫৯ টাকা সহ গ্রেফতার করেছি। এরা হয়ত ভেবেছিল পুলিশ কর্মকর্তারা মহামারীর বিরুদ্ধে কাজে ব্যস্ত, এই সুযোগে তারা তাদের অবৈধ কার্যকলাপ চালিয়ে যাবে। আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বসে নেই। আর আমাদের চোখ এড়িয়ে কেউ পার পাবেও না । ‘
আটক ছিনতাইকারীর বিরুদ্ধে প্রচলিত আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানা গেছে।