ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :




টেনশন- এইচ আর শফিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ১৯১ বার পড়া হয়েছে

বর্তমান পরিস্থিতিতে সমাজের অধিকাংশ মানুষের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন লেখক – হাফিজুর রহমান শফিক।

ছুটি বাড়ছে।
সেই সাথে বাড়ছে
মহল্লায় মহল্লায় লকডাউন,
চালডাল হয়তো দু একটা দিন চলতে পারে!
চরম অনিশ্চয়তায় চলার জন্য অফিসের বেতন টুকু।
সেটা পাবো কিনা, আর কবেই বা পাবো!
বড্ড ভাবনায় চোখ দুটো ভারি হয়ে আসে,
টিভির স্ক্রিনে তাকালেই ভেসে আসে ক্ষুধার্ত মানুষের ত্রাণের লাইন।
ভাবছি আমার হবে টা কি?
মানিব্যাগে মুড়িয়ে রাখা কয়েকটা খুচরো নোট, ওই কটা টাকাই যে সম্বল,
ভাবছিলাম ছলিম ভাইয়ের কাছ থেকে কটা টাকা ধার নেব।
কিন্তু কি যে মুহূর্ত কে বা কাকে দেখবে!
দোকান-পাট সব বন্ধ, আসে না রেমিটেন্স,
কারো হাতেই আর্থিক তারল্য নেই।
চারপাশে চরম অনিশ্চয়তায় বন্ধু-বান্ধব প্রতিবেশী আত্মীয়রা,
কে কার পাশে দাঁড়াবে?
আতঙ্ক আর সংকটের এই মুহূর্তে ও শুনি গরিবের চাল চোরের খবর!
মনে মনে বলি তোদের কি যমেও দেখেনা?
হায় পিচাশের দল….
বসে বসে ভাবছি আর ভাবছি, ভাবনায় মাথাটা কেন জানি ভারী হয়ে আসে।
আয় শূন্য হলেও শতকে প্রায় ত্রিশ টাকা বাজারের বৃদ্ধি মূল্য!
টেনশন টেনশন আর টেনশন,
হে প্রকৃতি!

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




টেনশন- এইচ আর শফিক

আপডেট সময় : ০৮:৪৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০

বর্তমান পরিস্থিতিতে সমাজের অধিকাংশ মানুষের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন লেখক – হাফিজুর রহমান শফিক।

ছুটি বাড়ছে।
সেই সাথে বাড়ছে
মহল্লায় মহল্লায় লকডাউন,
চালডাল হয়তো দু একটা দিন চলতে পারে!
চরম অনিশ্চয়তায় চলার জন্য অফিসের বেতন টুকু।
সেটা পাবো কিনা, আর কবেই বা পাবো!
বড্ড ভাবনায় চোখ দুটো ভারি হয়ে আসে,
টিভির স্ক্রিনে তাকালেই ভেসে আসে ক্ষুধার্ত মানুষের ত্রাণের লাইন।
ভাবছি আমার হবে টা কি?
মানিব্যাগে মুড়িয়ে রাখা কয়েকটা খুচরো নোট, ওই কটা টাকাই যে সম্বল,
ভাবছিলাম ছলিম ভাইয়ের কাছ থেকে কটা টাকা ধার নেব।
কিন্তু কি যে মুহূর্ত কে বা কাকে দেখবে!
দোকান-পাট সব বন্ধ, আসে না রেমিটেন্স,
কারো হাতেই আর্থিক তারল্য নেই।
চারপাশে চরম অনিশ্চয়তায় বন্ধু-বান্ধব প্রতিবেশী আত্মীয়রা,
কে কার পাশে দাঁড়াবে?
আতঙ্ক আর সংকটের এই মুহূর্তে ও শুনি গরিবের চাল চোরের খবর!
মনে মনে বলি তোদের কি যমেও দেখেনা?
হায় পিচাশের দল….
বসে বসে ভাবছি আর ভাবছি, ভাবনায় মাথাটা কেন জানি ভারী হয়ে আসে।
আয় শূন্য হলেও শতকে প্রায় ত্রিশ টাকা বাজারের বৃদ্ধি মূল্য!
টেনশন টেনশন আর টেনশন,
হে প্রকৃতি!