সংবাদ শিরোনাম :
কার্টুনিস্ট এম এ কুদ্দুস এর স্মৃতি স্মরণ’ কবি আকাশ মনির লেখা কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ৩৩৫ বার পড়া হয়েছে
দেখা হবে জান্নাতের মাঠে -আকাশমণি
পৃথিবী তার স্বাভাবিক নিয়মে চলছে
এই ব্যস্ত পথে শুধু আপনার পদচারণা নেই।
অবুঝ চোখ অগণিত মানুষ ভীড়ে
শান্ত মায়াভরা মুখখানি খুঁজে ফেরে।
চোখের ক্যানভাসে হাসিমাখা মুখ ভাসে
যে চলে যায় সে কি আর ফিরে আসে
বোঝে না মন জীবনের হিসেব কোষে।
তবে চোখ বুঝলে দেখতে পাই
বুকের পথ ধরে হেটে যেতে কুদ্দুস ভাই।
যেমন হেটেছেন পৃথিবীর পথে
কোনো ব্যস্ততা দেখিনি তাতে।
কুদ্দুস ভাই,
আপনাকে নিয়ে লিখতে গেলে
বাঁধভাঙা স্রোতের মতো স্মৃতিগুলো আসে
ভাবনায় পড়ি, কি রেখে কি লিখি
বোবা চোখে স্মৃতিগুলো দেখি।
পৃথিবীর সব ভালো উপমা দৌড়ঝাঁপ করে
আপনার নামের সাথে যেতে।
কুদ্দুস ভাই আবারও আড্ডা হবে
আমরাও আসবো স্রষ্টার ডাকে
দেখা হবে জান্নাতের মাঠে।