সংবাদ শিরোনাম :
রক্তচোষা হিংস্র দানব- আকাশমণি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে
সমাজের সকল অসংতি নিয়ে তরুণ কবি আকাশমনির লেখা অসাধারণ কবিতা- রক্তচোষা হিংস্র দানব।
মাগো তোমার কোলে ঘুমিয়ে
পাই না এখন সুখ
রক্তচোষা যালিমদের হুংকারে
বুক কাপে ধুকধুক।
মা ওরা আজ ছড়িয়ে পড়েছে
তোমার আচল জুড়ে
স্বার্থের একটু ব্যঘাত হলে পড়ে
বিনাবিচারে লোক মারে।
মাগো ওরা ভালবাসার কথা কয়
তোমার প্রতি নেই টান
ক্ষমতার মসনদ আর টাকার লোভে
রাখেনা দেশের মান।
মাগো ৫২’র সেই ভাইয়েরা
আসবে কি আবার ফিরে
যারা জীবন দিয়ে রেখেছিল
তোমার মুখের ভাষা ধরে।
মাগো ৭১’র সেই বীর ছেলেদের
আজ খুব প্রয়োজন
যারা তোমার ইজ্জৎ রক্ষা করতে
বীরের মতো দিয়েছিল জীবন।
মাগো আজ তোমার বুকের জমিন
রক্তচোষা দানবের কাছে বন্ধি
তাদের প্রয়োজনে তাদের স্বার্থে করে
সয়তানের সাথে ফন্দি।
মাগো পাইনা খুঁজে সোনার বাংলাতে
একজন দেশপ্রেমিক মানব
বাংলার অলিগলিতে ছড়িয়ে আছে
রক্তচোষা হিংস্র দানব।