স্পিকারের ভারত সফর স্থগিত
- আপডেট সময় : ০৮:১৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট |
পূর্ব নির্ধারিত ভারত সফর স্থগিত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আগামীকাল সোমবার ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার আমন্ত্রণে তার ভারত সফরে যাবার কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ব্যস্ততার কারণ দেখিয়ে এ সফর বাতিল করা হয়েছে। সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক তারিক মাহমুদ সাংবাদিকদের বলেন, ভারতীয় লোকসভার স্পিকারের আমন্ত্রণে নয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে দিল্লি যাওয়ার কথা ছিল স্পিকারের। কিন্তু মুজিববর্ষ উদযাপন নিয়ে কর্মব্যস্ততার কারণে প্রোগ্রাম রিশিডিউল করা হয়েছে। সংসদীয় দলের প্রতিনিধিদের নিয়ে ২৬ শে মার্চের পর যে কোনও সময়ে নতুন করে সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে।
তারিক মাহমুদ বলেন, ভারতের লোকসভা ও রাজ্যসভার স্পিকারের আমন্ত্রণে ২ থেকে ৬ মার্চ দিল্লি সফরের কথা ছিল স্পিকার শিরিন শারমিন চৌধুরীর। সফরে প্রতিনিধিদের নিয়ে ভারতীয় সংসদের উভয় কক্ষ পরিদর্শনের কথাও ছিল তার।