ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুদকের মামলার মাথায় নিয়েও বহাল কুমেক হাসপাতালের আবুল Logo সংস্কারের বিপরীতে রহস্যজনক বদলী: এক চিঠিতে ৫২ রদবদল ফায়ার সার্ভিসে! Logo গণপূর্তে ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের দুর্নীতির সিন্ডিকেট সক্রিয়  Logo বাংলাদেশ সাইন ম্যাটেরিয়ালস এন্ড মেশিনারিজ ইমপোর্টার্স এসোসিয়েশন’ সভাপতি খালেদ সাধারণ সম্পাদক মানিক  Logo চৌদ্দগ্রামে এলজি বন্ধুক ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক: টর্চার সেলের সন্ধান Logo সাফা মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন এইচ এম আল-আমিন Logo সওজ ও গণপূর্তের ‘মাফিয়া’ আওয়ামী ঘনিষ্ঠ দোসর মুস্তাফিজ ধরাছোঁয়ার বাইরে Logo ২০০ কোটি টাকা নয়ছয় করেও বহাল জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় জিম্মি শহিদুল! Logo আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক আদালতে মামলায় এনআরবি ব্যাংক’ ২ পরিচালকের অর্থ সহায়তা Logo ফ্যাসিস্ট সরকারের দোসর ফায়ারের উপ-পরিচালক দীনোমনির বিরূদ্ধে দুর্নীতি অভিযোগ




ঝুপড়ি’র আড়ালে অপরাধ সাম্রাজ্য!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১২৫ বার পড়া হয়েছে

সাদমান রাফিদঃ মাদক, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব, ইভটিজিং এর মত হেন কোনো অপরাধ নেই, যার দেখা মিলবে না রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে। রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি আবাসিক এলাকা হলেও এখানে গড়ে উঠেছে অসংখ্য ঝুপড়ি বাসা। আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগাতেই দিনের পর দিন এসব ঝুপড়িতে চলছে নানা ধরনের অপকর্ম। এখানকার ‘সিন্ডিকেট’ এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে গলদঘর্ম হতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। শেষ পর্যন্ত দীর্ঘ পরিকল্পনা আর প্রস্তুতি নিয়ে উচ্ছেদ করা হয়েছে এই কলোনির অবৈধ সব স্থাপনা।

স্থানীয়রা বলছেন, শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে আবাসিক ভবন রয়েছে প্রায় ৩০০টি। এসব ভবনে যেসব কর্মকর্তা ও কর্মচারীদের থাকার জন্য বাসা বরাদ্দ দেওয়া হয়, তাদের বেশিরভাগই এখানে থাকেন না। বাইরের লোকদের কাছে এসব বাসা ভাড়া দিয়ে তারা অন্য জায়গায় থাকেন। ভাড়াটিয়া ‘বহিরাগতরা’ই এসব ভবনের আশপাশের জায়গায় টিনের চালা ও ছাদ ঢালাই করে ঘর তৈরি করে অবৈধভাবে ভাড়া দিয়ে আসছিল। এসব ঝুপড়ি ঘরে মাদকের আড্ডা বসে সন্ধ্যার পর, হরহামেশাই হয় ছিনতাই। আশপাশের দোকানগুলোতে চাঁদাবাজি ছিল নিত্যকার ঘটনা। দিনের বেলায়ই ইভটিজিংয়ের শিকার হতেন নারীরা। অবৈধ গ্যাস, বিদ্যুৎ আর পানির সংযোগের মতো অব্যবস্থাপনাও দীর্ঘদিনের বলে অভিযোগ স্থানীয়দের।

খোঁজ নিয়ে জানা গেছে, এই রেলওয়ে কলোনির ৩০০ ভবনের প্রতিটিতে আলাদা করে বাউন্ডারি দেয়াল আছে। দেয়ালের ভেতরে বেশ ফাঁকা জায়গাও ছিল একসময়। কিন্তু স্থানীয়রা এসব ফাঁকা জায়গায় ঘর তৈরি করে ভাড়া দিয়েছেন। ফলে এসব ভবনের বাসিন্দারা বস্তির মতোই বসবাস করে আসছেন। ছেলে-মেয়েরাও আর মন খুলে খেলতে পারে না, পারে না বেড়াতে। কলোনির পুরোটাই নোংরা ও স্যাঁতস্যাঁতে।

রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনেকের অভিযোগ, তাদের নামে এই কলোনিতে বাসা বরাদ্দ থাকলেও বিভিন্ন ‘বাস্তব কারণে’ই তারা অন্য এলাকায় ভাড়া বাসায় থাকছেন। আর কলোনির বরাদ্দ পাওয়া বাসা অন্য কাউকে ভাড়া দিয়েছেন।

রেলের একজন কর্মচারী বলেন, ‘১৫ বছর ধরে এই কলোনিতে আছি। ছেলে-মেয়ে বড় হয়েছে, তবে ভালো মানুষ হতে পারেনি। এখানকার পরিবেশে মিশে নষ্ট হয়েছে। এসব দেখে অনেকেই ছেলে-মেয়েকে মানুষ করতেই অন্য জায়গায় চলে গেছে।

তিনি আরও বলেন, এখানে নোংরামি হয়। ভবনগুলোতে হিজরা উঠেছে। তাদের অত্যাচারে থাকা দায়। আবার অনেক বহিরাগত ২০/৩০ বছর ধরে বসবাস করছে। তাদের ক্ষমতাই এখানে বেশি। তারা যা ইচ্ছা তাই করছে।

আম্বিয়া বেগমের বাবা চাকরি করতেন রেলওয়েতে। বাবার চাকরির সূত্রে তার জন্ম এই শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে। এখানেই বসবাস করছেন ৪৫ বছর ধরে। আম্বিয়া বলেন, এখানে সবধরনের অপরাধ হয়। মেয়েদের নিরাপত্তা নেই। তারা যেখানে সেখানে ঘর তুলে ভাড়া দেয়। বিভিন্ন মাজারের নামে আসর বসায়।

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ, মুজিব ভাণ্ডার মঞ্জিল, বাংলাদেশ রেলওয়ে বৈদ্যুতিক শ্রমিক কর্মচারী পরিষদ, বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ, গাউছিয়া মুজিবিয়া খানকা শরীফ এ রকম বেশ কয়েকটি সংগঠনের সাইনবোর্ড দেখিয়ে দেন স্থানীয়রা।

তারা বলেন, এসব সাইনবোর্ডের ব্যানারে রেলের অনেক কর্মচারী ঘর তুলে ভাড়া দিয়েছেন। আবার অনেকে আছেন যারা রেলের কেউ নন, তারাও ভাড়া দিয়েছেন। তবে বহিরাগতের সংখ্যাই বেশি।

অবৈধ বৈদ্যুতিক সংযোগের ব্যাপারে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘প্রতিটি ভবন থেকে বাইরের ঝুপড়ি ঘরগুলোতে লাইন দেওয়া হয়েছে। আবার অনেকে সরাসরি বিদ্যুতের খুঁটি থেকে লাইন নিয়েছে। গ্যাস ও পানির লাইনও আছে অবৈধভাবে। লাইনম্যান আছে, তারা এসব ঘরের টাকা তুলে থাকে।’

টাকা তোলার পর কার কাছে জমা হয় এ বিষয়ে তিনি বলেন, ‘স্থানীয় যুবলীগের রাজা, রিজভী, সাত্তার, হারুন, শ্রমিক লীগের কবিরুল, তাহের, জয়, হৃদয় আর ছাত্রলীগের অভি, নাহিদ, ছোটন নামের বেশ কয়েকজন এসব টাকার ভাগ নেয়। এদের বাইরে অনেকেই এই কলোনিতে টাকা তুলে থাকে।’

তিনি আরো বলেন, ‘সন্ধ্যার পর মাদকের আখড়া বসে। বেচাকেনা চলে প্রকাশ্যে। পুলিশ এখানে দর্শকের ভূমিকা পালন করে।’

শাহজাহানপুর থানার একজন কনস্টেবল বলেন, ‘নেতাদের কারণে আমরা অসহায় হয়ে থাকি। কিছু করলেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিচার দেন নেতারা। তাই কিছু বলে না পুলিশ।’

ইভটিজিংয়ের বিষয়ে ৪৭ নং ভবনের বাসিন্দা বলেন, ‘দুপুরের দিকে স্কুল ছুটি হলে মেয়েরা যখন আসতে শুরু করে, স্থানীয় ছেলেরা দলবেঁধে টিজ করতে থাকে। অনেক সময় বাসার গেট পর্যন্ত আসে পিছে পিছে। আবার বিকেল বেলা বাসার গেটের সামনে বখাটেদের ভিড় দেখা যায়। দাঁড়িয়ে অপেক্ষা করে, কখন কোন মেয়ে বের হয়। অনেকটাই বন্দি জীবন কাটাতে হয় আমাদের।’

তিনি আরো বলেন, ‘খেলার একটি মাঠ রয়েছে সেখানেও স্থানীয়রা রিকশা ভ্যান কিনে গ্যারেজ বানিয়েছে। অনেকে মালামাল রাখে। ফলে কেউ খেলতে পারে না।’

এসব বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, ‘আমরা যখনই অভিযান চালানোর উদ্যোগ নিয়েছি, তখনই রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে প্রভাব খাটিয়েছে। তারা বলেন, এটা রেলের এলাকা। এখানে পুলিশের খবরদারি মানায় না। এরপরও আমরা অনেক অভিযান চালিয়েছি। অনেককে গ্রেফতার করে জেলেও পাঠিয়েছি। এছাড়া কেউ অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে তা আমলে নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে রেলওয়ের ডিভিশনাল অফিসার (এস্টেট) মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা গত সাত মাস ধরে প্রস্তুতি নিয়ে উচ্ছেদ অভিযানে নেমেছি। কাউকে ছাড় দেইনি। উচ্ছেদের সময় কেউ বাঁধাও দিতে আসেনি। আগামী সাত দিনের মধ্যে উচ্ছেদ অভিযান শেষ হবে। পুরো এলাকা হবে পরিকল্পিত ও বসবাসের উপযোগী। এরপর যারা অবৈধভাবে স্থাপনা তৈরি করবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তাছাড়া তদারকিও করা হবে।’

ভবনগুলোর ভেতরে যারা বাস করছেন তাদের অনেকেই বহিরাগত বলে অভিযোগ পাওয়া গেছে, তাদের বিষয়ে কোনো উদ্যোগ নেবেন কি না, জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘এ বিষয়টি অন্য আরেক কর্মকর্তা (ইঞ্জিনিয়ার বিভাগ) দেখে থাকেন। এরপরও আমরা এ বিষয়ে চিঠি দেবো, যাদের অ্যালটমেন্ট করা হয়েছে, তারাই যেন শুধু থাকে। বহিরাগত কেউ যেন ভবনগুলোতে থাকতে না পারে, সেজন্য চিঠি লেখা হবে।’

উল্লেখ্য, সম্প্রতি শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অভিযান চালায় বাংলাদেশ রেলওয়ের এস্টেট ডিপার্টমেন্ট। রেলওয়ে ল্যান্ড ও এস্টেট ডিভিশনের ডিভিশনাল এস্টেট অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে কোনো অবৈধ স্থাপনাকেই আস্ত রাখা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




ঝুপড়ি’র আড়ালে অপরাধ সাম্রাজ্য!

আপডেট সময় : ১২:০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯

সাদমান রাফিদঃ মাদক, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব, ইভটিজিং এর মত হেন কোনো অপরাধ নেই, যার দেখা মিলবে না রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে। রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি আবাসিক এলাকা হলেও এখানে গড়ে উঠেছে অসংখ্য ঝুপড়ি বাসা। আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগাতেই দিনের পর দিন এসব ঝুপড়িতে চলছে নানা ধরনের অপকর্ম। এখানকার ‘সিন্ডিকেট’ এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে গলদঘর্ম হতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। শেষ পর্যন্ত দীর্ঘ পরিকল্পনা আর প্রস্তুতি নিয়ে উচ্ছেদ করা হয়েছে এই কলোনির অবৈধ সব স্থাপনা।

স্থানীয়রা বলছেন, শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে আবাসিক ভবন রয়েছে প্রায় ৩০০টি। এসব ভবনে যেসব কর্মকর্তা ও কর্মচারীদের থাকার জন্য বাসা বরাদ্দ দেওয়া হয়, তাদের বেশিরভাগই এখানে থাকেন না। বাইরের লোকদের কাছে এসব বাসা ভাড়া দিয়ে তারা অন্য জায়গায় থাকেন। ভাড়াটিয়া ‘বহিরাগতরা’ই এসব ভবনের আশপাশের জায়গায় টিনের চালা ও ছাদ ঢালাই করে ঘর তৈরি করে অবৈধভাবে ভাড়া দিয়ে আসছিল। এসব ঝুপড়ি ঘরে মাদকের আড্ডা বসে সন্ধ্যার পর, হরহামেশাই হয় ছিনতাই। আশপাশের দোকানগুলোতে চাঁদাবাজি ছিল নিত্যকার ঘটনা। দিনের বেলায়ই ইভটিজিংয়ের শিকার হতেন নারীরা। অবৈধ গ্যাস, বিদ্যুৎ আর পানির সংযোগের মতো অব্যবস্থাপনাও দীর্ঘদিনের বলে অভিযোগ স্থানীয়দের।

খোঁজ নিয়ে জানা গেছে, এই রেলওয়ে কলোনির ৩০০ ভবনের প্রতিটিতে আলাদা করে বাউন্ডারি দেয়াল আছে। দেয়ালের ভেতরে বেশ ফাঁকা জায়গাও ছিল একসময়। কিন্তু স্থানীয়রা এসব ফাঁকা জায়গায় ঘর তৈরি করে ভাড়া দিয়েছেন। ফলে এসব ভবনের বাসিন্দারা বস্তির মতোই বসবাস করে আসছেন। ছেলে-মেয়েরাও আর মন খুলে খেলতে পারে না, পারে না বেড়াতে। কলোনির পুরোটাই নোংরা ও স্যাঁতস্যাঁতে।

রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনেকের অভিযোগ, তাদের নামে এই কলোনিতে বাসা বরাদ্দ থাকলেও বিভিন্ন ‘বাস্তব কারণে’ই তারা অন্য এলাকায় ভাড়া বাসায় থাকছেন। আর কলোনির বরাদ্দ পাওয়া বাসা অন্য কাউকে ভাড়া দিয়েছেন।

রেলের একজন কর্মচারী বলেন, ‘১৫ বছর ধরে এই কলোনিতে আছি। ছেলে-মেয়ে বড় হয়েছে, তবে ভালো মানুষ হতে পারেনি। এখানকার পরিবেশে মিশে নষ্ট হয়েছে। এসব দেখে অনেকেই ছেলে-মেয়েকে মানুষ করতেই অন্য জায়গায় চলে গেছে।

তিনি আরও বলেন, এখানে নোংরামি হয়। ভবনগুলোতে হিজরা উঠেছে। তাদের অত্যাচারে থাকা দায়। আবার অনেক বহিরাগত ২০/৩০ বছর ধরে বসবাস করছে। তাদের ক্ষমতাই এখানে বেশি। তারা যা ইচ্ছা তাই করছে।

আম্বিয়া বেগমের বাবা চাকরি করতেন রেলওয়েতে। বাবার চাকরির সূত্রে তার জন্ম এই শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে। এখানেই বসবাস করছেন ৪৫ বছর ধরে। আম্বিয়া বলেন, এখানে সবধরনের অপরাধ হয়। মেয়েদের নিরাপত্তা নেই। তারা যেখানে সেখানে ঘর তুলে ভাড়া দেয়। বিভিন্ন মাজারের নামে আসর বসায়।

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ, মুজিব ভাণ্ডার মঞ্জিল, বাংলাদেশ রেলওয়ে বৈদ্যুতিক শ্রমিক কর্মচারী পরিষদ, বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ, গাউছিয়া মুজিবিয়া খানকা শরীফ এ রকম বেশ কয়েকটি সংগঠনের সাইনবোর্ড দেখিয়ে দেন স্থানীয়রা।

তারা বলেন, এসব সাইনবোর্ডের ব্যানারে রেলের অনেক কর্মচারী ঘর তুলে ভাড়া দিয়েছেন। আবার অনেকে আছেন যারা রেলের কেউ নন, তারাও ভাড়া দিয়েছেন। তবে বহিরাগতের সংখ্যাই বেশি।

অবৈধ বৈদ্যুতিক সংযোগের ব্যাপারে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘প্রতিটি ভবন থেকে বাইরের ঝুপড়ি ঘরগুলোতে লাইন দেওয়া হয়েছে। আবার অনেকে সরাসরি বিদ্যুতের খুঁটি থেকে লাইন নিয়েছে। গ্যাস ও পানির লাইনও আছে অবৈধভাবে। লাইনম্যান আছে, তারা এসব ঘরের টাকা তুলে থাকে।’

টাকা তোলার পর কার কাছে জমা হয় এ বিষয়ে তিনি বলেন, ‘স্থানীয় যুবলীগের রাজা, রিজভী, সাত্তার, হারুন, শ্রমিক লীগের কবিরুল, তাহের, জয়, হৃদয় আর ছাত্রলীগের অভি, নাহিদ, ছোটন নামের বেশ কয়েকজন এসব টাকার ভাগ নেয়। এদের বাইরে অনেকেই এই কলোনিতে টাকা তুলে থাকে।’

তিনি আরো বলেন, ‘সন্ধ্যার পর মাদকের আখড়া বসে। বেচাকেনা চলে প্রকাশ্যে। পুলিশ এখানে দর্শকের ভূমিকা পালন করে।’

শাহজাহানপুর থানার একজন কনস্টেবল বলেন, ‘নেতাদের কারণে আমরা অসহায় হয়ে থাকি। কিছু করলেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিচার দেন নেতারা। তাই কিছু বলে না পুলিশ।’

ইভটিজিংয়ের বিষয়ে ৪৭ নং ভবনের বাসিন্দা বলেন, ‘দুপুরের দিকে স্কুল ছুটি হলে মেয়েরা যখন আসতে শুরু করে, স্থানীয় ছেলেরা দলবেঁধে টিজ করতে থাকে। অনেক সময় বাসার গেট পর্যন্ত আসে পিছে পিছে। আবার বিকেল বেলা বাসার গেটের সামনে বখাটেদের ভিড় দেখা যায়। দাঁড়িয়ে অপেক্ষা করে, কখন কোন মেয়ে বের হয়। অনেকটাই বন্দি জীবন কাটাতে হয় আমাদের।’

তিনি আরো বলেন, ‘খেলার একটি মাঠ রয়েছে সেখানেও স্থানীয়রা রিকশা ভ্যান কিনে গ্যারেজ বানিয়েছে। অনেকে মালামাল রাখে। ফলে কেউ খেলতে পারে না।’

এসব বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, ‘আমরা যখনই অভিযান চালানোর উদ্যোগ নিয়েছি, তখনই রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে প্রভাব খাটিয়েছে। তারা বলেন, এটা রেলের এলাকা। এখানে পুলিশের খবরদারি মানায় না। এরপরও আমরা অনেক অভিযান চালিয়েছি। অনেককে গ্রেফতার করে জেলেও পাঠিয়েছি। এছাড়া কেউ অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে তা আমলে নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে রেলওয়ের ডিভিশনাল অফিসার (এস্টেট) মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা গত সাত মাস ধরে প্রস্তুতি নিয়ে উচ্ছেদ অভিযানে নেমেছি। কাউকে ছাড় দেইনি। উচ্ছেদের সময় কেউ বাঁধাও দিতে আসেনি। আগামী সাত দিনের মধ্যে উচ্ছেদ অভিযান শেষ হবে। পুরো এলাকা হবে পরিকল্পিত ও বসবাসের উপযোগী। এরপর যারা অবৈধভাবে স্থাপনা তৈরি করবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তাছাড়া তদারকিও করা হবে।’

ভবনগুলোর ভেতরে যারা বাস করছেন তাদের অনেকেই বহিরাগত বলে অভিযোগ পাওয়া গেছে, তাদের বিষয়ে কোনো উদ্যোগ নেবেন কি না, জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘এ বিষয়টি অন্য আরেক কর্মকর্তা (ইঞ্জিনিয়ার বিভাগ) দেখে থাকেন। এরপরও আমরা এ বিষয়ে চিঠি দেবো, যাদের অ্যালটমেন্ট করা হয়েছে, তারাই যেন শুধু থাকে। বহিরাগত কেউ যেন ভবনগুলোতে থাকতে না পারে, সেজন্য চিঠি লেখা হবে।’

উল্লেখ্য, সম্প্রতি শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অভিযান চালায় বাংলাদেশ রেলওয়ের এস্টেট ডিপার্টমেন্ট। রেলওয়ে ল্যান্ড ও এস্টেট ডিভিশনের ডিভিশনাল এস্টেট অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে কোনো অবৈধ স্থাপনাকেই আস্ত রাখা হয়নি।