সংবাদ শিরোনাম :
পলকেই ৩০ কোটি টাকার মালিক!

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯ ১৬৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :
ভাগ্য বুঝি একেই বলে! সাধারণ অবস্থা থেকে আক্ষরিক অর্থেই রাতারাতি ৩০ কোটি রুপির মালিক হয়ে গেলেন ৩০ বছর বয়সী তোজো মাথুর।
স্ত্রীর সঙ্গে দেখা করতে আবুধাবি থেকে ভারতে আসছিলেন মাথুর। বিমান ছাড়ার কিছুক্ষণ আগে বিমানবন্দর থেকে একটি লটারির টিকেট কেনেন তিনি। পরে ড্র হওয়া লটারিতে বিজয়ী হিসেবে ওঠে তার নাম। লটারির বিজয়ী হিসেবে তেজো পাচ্ছেন ৩০ কোটি ভারতীয় রুপি বা ৭ মিলিয়ন দিরহাম।
খালিজ টাইমসকে তোজো বলেন, ‘গত ২৪ জুন ভারতে আসার বিমান ধরার ঠিক আগে আবুধাবি বিমানবন্দর থেকে ওই টিকেটটা কেটেছিলাম আমি। স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আমি ভারতে আসছিলাম। নয়া দিল্লিতে দারুণ একটা চাকরি পেয়েছে ও। আমি সত্যিই এখনো ভাবতে পারছি না যে এতগুলো টাকা আমি লটারিতে জিতেছি।’
লটারিতে জেতা এই অর্থ দিয়ে নিজের রাজ্য কেরালাতে একটি বাড়ি তৈরি করতে চান তিনি।