নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ডে মনোনিত আরজে তাজ

- আপডেট সময় : ০৬:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯ ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯ এ প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রেডিও স্পাইস এফএম তিনটি ক্যাটাগরিতে মনোনিত হয়েছে। প্রতিষ্ঠানটির সিইও তাসনিম বর্ষা ইসলাম (আরজে তাজ) সেরা ডিজিটাল রেডিও ব্যক্তিত্ব হিসেবে মনোনিত হয়েছেন।
প্রতি বছর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় রেডিও ফেস্টিভাল অ্যাওয়ার্ড। পৃথিবীর উল্লেখ যোগ্য রেডিও অনুষ্ঠান এবং রেডিওর সাথে সংশ্লিষ্ঠ কলাকৌশলিদের মধ্যে থেকে বাছাই করে দেয়া হয় এ বিশেষ অ্যাওয়ার্ড। প্রতি বছরের ন্যায় এবারও আগামী ২৪ জুন নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯।
অনুষ্ঠানে সারাবিশ্ব থেকে ৩০টি দেশ মনোনিত হয়েছে। এই ফেস্টিভালে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রেডিও স্পাইস (রেডিও মাসালা লি:) ৯৬.৪ এফএম তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত হয়। এ বিষয়ে তাসনিম বর্ষা ইসলাম বলেন, নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়ে আমি অনেক খুশি।
কারণ এই অর্জন বাংলাদেশের, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে বিশ্ববাসী আবারো বাংলাদেশকে নতুন করে জানবে। তিনি আরও বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগাবে।