সংবাদ শিরোনাম :
১৪ বস্তা সরকারি চাল আত্মসাৎ করলেন বিদ্যালয়ের সভাপতি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯ ১২৯ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি;
পটুয়াখালীতে ভিজিএফের ১৪ বস্তা চাল আত্মসাতের ঘটনায় জৈনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. জসিম হাওলাদারকে (৪৩) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে জৈনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক জসিম হাওলাদার জৈনকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. মান্নান হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি ভিজিএফের ১৪ বস্তা চালসহ জৈনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. জসিম হাওলাদারকে আটক করেছে পুলিশ। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৪২০ কেজি চাল রয়েছে। জসিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।