সিয়াম-পূজার নতুন মা

- আপডেট সময় : ০৫:১৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯ ১৫৪ বার পড়া হয়েছে

শুটিংয়ের সেটে চম্পা ও অরুণা বিশ্বাস
বিনোদন প্রতিবেদক;
’শান নামে’ একটি ছবিতে ক’দিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম-পূজা। গতকাল উত্তরায় শুরু হয়েছে ছবিটির শুটিং। আনন্দের খবর হচ্ছে এই ছবিটির মাধ্যমেই দীর্ঘ ২০ বছর পর একসঙ্গে কাজ করছেন অভিনেত্রী চম্পা ও অরুনা বিশ্বাস। তখন তারা চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। শিবলী সাদিক পরিচালিত ছবিটির নাম ছিলো ‘ত্যাগ’। ছবিটিতে উভয়ে ইলিয়াস কাঞ্চনের নায়িকা হিসেবে। এবার নায়িকা হিসেবে নয় ২০ বছর একসঙ্গে হাজির হচ্ছেন নায়ক নায়িকার মা হিসেবে।
ছবিতে সিয়ামের মা হিসেবে দেখা যাবে চম্পাকে আর নায়িকা পূজার মায়ের চরিত্রটি করছেন অরুণা বিশ্বাস। আজাদ খানের গল্পে ছবিটির পরিচালক এম রাহিম। ছবিটি নিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘ বিশ বছর আমরা একসঙ্গে অভিনয় করছি এটা ভাবতেই কেমন যেনো লাগছে। ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে যখন শুনেছি ছবিতে চম্পা আপা আছেন, কাজটি করতে আগ্রহী হয়েছি। একসময় আমরা কত ছবিতে একসঙ্গে কাজ করেছি। সেই সময়কার কত স্মৃতিগুলো আজও দারুন মনে পড়ে। এতে আমরা দু’জনেই গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছি।
চম্পা বলেন, ‘অনেক দিন পর আমরা দুজন আবার একসঙ্গে কাজ করছি। বেশ ভালো লাগছে। এত দিন একসঙ্গে কাজ না করলেও মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দুজনের দেখা হতো। আমরা একসঙ্গে করা আগের সিনেমাগুলোর গল্প করি। সেই সময়কার শুটিংয়ের মুহূর্তগুলোতে ফিরে যাই। ভালো কাজের গল্প করি, ভুলগুলো নিয়ে গল্প করি। এই ছবির শুটিংয়ে আমাদের বেশ ভালো সময় কাটছে।’
সিয়াম পূজা ছাড়াও গুরুত্বপূর্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান।