সংবাদ শিরোনাম :
গুলশানে বিপুল পরিমান ইয়াবা ও আড়াই লক্ষাধিক টাকা উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ১৪৯ বার পড়া হয়েছে
গুলশানের শাহজাদপুর হতে বিপুল পরিমান ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ আড়াই লক্ষাধিক টাকাসহ একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
গুলশান থানা সূত্রে জানানো হয় ২৩ মে, ২০১৯ বিকাল ০৩:২০ টায় গুলশান থানার শাহজাদপুর সুবাস্তু নজরভ্যালীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে হামিদুল খন্দকার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আর তার হেফাজত হতে উদ্ধার করা হয় ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২ লক্ষ ৯০ হাজার টাকা।
হামিদুলের বাড়ি বরিশালের গৌরনদী থানার মাগুড়ায়। সে টঙ্গীর গাজীপুরা-২৭ এলাকায় থাকত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদুল থানা পুলিশকে জানিয়েছে, সে কক্সবাজারের টেকনাফ হতে পাইকারী দরে ইয়াবা ক্রয় করে গুলশানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
তার বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।