ইয়াবা ও নিশান পেট্রোল জিপসহ খিলগাঁও থানা শ্রমিকলীগের সম্পাদক গ্রেফতার

- আপডেট সময় : ০৪:৪৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ১৫০ বার পড়া হয়েছে

অপরাধ প্রতিবেদক;
খিলগাঁও থানা এলাকা হতে একটি নিশান পেট্রোল জিপসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- নূর মোহাম্মদ (৪৪) তিনি খিলগাঁও থানা শ্রমিকলীগের সম্পাদক বলে জানা গেছে, এছাড়াও তার গাড়ী চালক মোঃ মাসুদ মিয়া (৩২) কেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাকে গ্রেপ্তার করার পর স্থানীয় সুত্রে জানা যায় বিপুল পরিমান মাদক সহ তাকে হাতেনাতে ধরা হয়েছে। তবে রাতভর থানা সূত্র কিছুই জানায়নি।
গনমাধমের পক্ষ থেকে রাত ১১ টার দিকে জানতে চাওয়া হলে মাদক পাওয়া যায়নি ওয়ারেন্টের মামলায় গারি সহ ধরা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
খিলগাঁও থানা সূত্রে জানানো শুক্রবার জানানো হয় ২৩ মে, ২০১৯ খিলগাঁও জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ জাহিদুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে রাত পৌনে নয়টায় খিলগাঁও থানার ছাহেরুনবাগ সাইন বোর্ডের নীচে পাকা রাস্তার উপর হতে নূর মোহাম্মদকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
থানার দেয়া তথ্য মতে, নবীনবাগের নতুন রাস্তা জামালের টং দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে গাড়ী চালক মোঃ মাসুদ মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়। আর তার হেফাজত হতে উদ্ধার করা হয় ১০০পিস ইয়াবা। জব্দ করা হয় তাদের ব্যবহৃত নিশান পেট্রোল জিপটি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য এলাকাবাসী সূত্রে জানাগেছে ! অনেকদিন থেকেই তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আড়ালে এই নুর মোহাম্মদ পুরো এলাকায় মাদকের সমাজ্য গড়ে তুলেছেন।তার মাদক ব্যাবসায় খিলগাঁও থানা পুলিশ সহযোগিতা করে আসছিল বলেও অভিযোগ রয়েছে।