পটিয়ায় সাংবাদিক জসীমের বাড়িঘর ভাংচুর, ৪ দিনেও মামলা নেয়নি থানা
- আপডেট সময় : ১১:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯ ১৩৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক;
পশ্চিম পটিয়া কালারপোল পুলিশ ফাঁড়ি সংলগ্ন মোহাম্মদ নগর গ্রামের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব মোজাম্মেল হক চৌধুরীর বাড়ীতে আজ সকাল নয় টার সময় হামলার শিকার হন। সাংবাদিক হাজী জসীমউদ্দীন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আজীবন সদস্য, দৈনিক দেশ বার্তার ও এমভি টিভি অনলাইন প্রকাশক, বিড়ি সংবাদ ৭১ এর সহ সম্পাদক এবং তৃনমুল সাংবাদিক কল্যান পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিয়ক সম্পাদক। এবং ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার সস্হার কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হিসাবে দায়িত্বশীল ভাবে কাজ করে আসতেছেন।গত ১৩ই মে সকালে তার বাড়ি ঘরে হামলা চালায় প্রতিবেশী জামাত পন্থি সন্ত্রাসী পরিবার।
সাংবাদিক জসীম ঊদ্দীন জানান তাদের ঘরে পুরুষ শুন্য থাকায় মহিলাদের ঘরে আটকিয়ে সন্রাসী কায়দায় ভাংচুর ও তান্ডব চালায় এক ঘন্টা ধরে।সন্রাসীদের হাতে কিরিচ,শাবাল লোহার লট দেখে মহিলা কান্নাকাটি করলেও সন্রাসীদের ভয়ে আসে পাশের ভয়ে কেউ বাহির হয়নি।পৌতৃক জায়গা জমি নিয়ে আদালতে একাদিক মামলা নিসপত্তি না হওয়ার আগেই অপরাধীরা হামলা চালিয়ে মহিলাদের মারধর করে বলে অভিযোগ করেন।
হামলায় ঘরের লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি করা হয় বলে জানান ওই সাংবাদিক পরিবার।
এই ব্যাপারে সাংবাদিক জসীম ঊদ্দীন নিজের ঘরের নিরাপত্তা চেয়ে পটিয়া থানার ওসি সাহেব কে ফোন করে তবে স্থানীয় পুলিশ বাহিনী কোন ভুমিকা না নেওয়ায় বাধ্য হয়ে জসীমের ভাই ৯৯৯ এ কল করলে পুলিশ আসে। পুলিশ আসার আগেই পালিয়ে যায় হামলাকারীরা।
এরপর ৪ দিন পার হলেও মামলা আজাহার ভুক্ত করেনি পুটিয়া থানা।
আক্রমনের স্বীকার পরিবারের অভিযোগ- থানায় লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু তারা মামলা নিচ্ছে না। এদিকে ওই হামলাকারীরা বিভিন্ন ভাবে হুমকি ধামকী দিচ্ছে সাংবাদিক পরিবারকে। সাংবাদিক জসিম উদ্দিনের ভাই নাজিম উদ্দিন সকালের সংবাদকে বলেন, আমি থানায় মামলা এজাহার ভুক্তি করার ব্যাপারে থানায় গিয়ে দেখি থানা পুলিশ হামলাকারী পক্ষের সাথে চায়ের আড্ডায় মক্ত।
এবিষয়ে জানতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনকে সরকারি মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেনি।