সংবাদ শিরোনাম :
কতগুলো স্কুল-মাদরাসা ভবন ঝুঁকিপূর্ণ জানতে চান হাইকোর্ট

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯ ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
বরগুনার তালতলীতে গত ৬ এপ্রিল পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়
সারাদেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল ও মাদরাসার কতগুলো ভবন ঝুঁকিপূর্ণ তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও প্রধান প্রকৌশলীকে আগামী তিন মাসের মধ্যে জরিপ চালিয়ে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতের পর তা সংস্কার করে নিরাপদ ও শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব করার জন্যও বলেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব।