ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগস্ট বিপ্লবের অদৃশ্য শক্তি তারেক রহমান – মাহমুদ হাসান Logo ছাত্র জনতাকে ১০ মিনিটে ক্লিয়ার করার ঘোষণা দেয়া হামিদ চাকুরীতে বহাল Logo ছাত্রলীগ নেত্রী যুবলীগ নেতার প্রতারণার শিকার চিকিৎসক সালেহউদ্দিন: বিচার ও প্রতিকার দাবি Logo দেশসেরা সহকারী জজ পরীক্ষায় প্রথম স্থান অর্জনে সংবর্ধনা Logo মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ’র Logo এনবিআরে আরেক মতিউর: কর কমিশনার কবিরের সম্পদের পাহাড় Logo চাকুরীর নামে ভুয়া মেজরের কোটি টাকার প্রতারণা: মিথ্যে মামলায় ভুক্তভোগীদের হয়রানি Logo পটুয়াখালী এলএ শাখায় ঘুষ ছাড়া সেবা পাচ্ছেনা ইপিজেড ও পায়রা বন্দরের ক্ষতিগ্রস্তরা Logo খুলনায় বন্ধ পাটকল চালু ও বকেয়া বেতনের দাবিতে আমজনতার দলের বিক্ষোভ Logo এলজিইডি প্রধান প্রকৌশলী রশীদ’র বিরুদ্ধে ৩০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ




ব্লাসফেমি আইন চায় জাপা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ৩২৫ বার পড়া হয়েছে
ইসলাম ধর্মের অবমাননা বন্ধে ব্লাসফেমি আইন চায় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দলটির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু আইনটি পাসের দাবি জানিয়ে তিনি বলেছেন, দেশ আজ অগ্নিগর্ভ। ইসলামের অবমাননা করা হচ্ছে। আমরা আদমের সন্তান। কিন্তু বলা হচ্ছে বানরের সন্তান। এটা ধর্মপ্রাণ মানুষকে আঘাত করেছে।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন গোলাম কিবরিয়া টিপু।

প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে ওই আলোচনায় আরো অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম শাহজাদা, আলী আজম, পংকজ দেবনাথ, নজরুল ইসলাম বাবু, আশেক উল্লাহ রফিক, আ ক ম সরোওয়ার জাহান ও বেগম হাবিবা রহমান খান।

আলোচনায় অংশ নিয়ে গোলাম কিবরিয়া টিপু বলেন, আমরা মুসলমান। আমরা বিশ্বাস করি, আমরা আদমের সন্তান। বানর থেকে মানুষ হওয়ার সুযোগ নেই। এরা ইসলামকে আঘাত করেছে। এই দেশে ব্লাসফেমি আইন করা উচিৎ। জার্মানীতে ব্লাসফেমি আইন আছে। প্রয়োজন হলে সেই আইনের আলোকে আইন করতে হবে। সেই আইনের আওতায় দেশে ধর্মবিরোধী কর্মকাণ্ড যারা করে, তাদেরকে শাস্তি দিতে হবে। তা না হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, কোনো ধর্মপ্রাণ মানুষ বিষয়টি মেনে নিতে পারেনি। প্রত্যেকটা মুসলমানের মনে আঘাত লেগেছে। তাই মানুষ এখন একটা আগ্নেয়গিরি অবস্থায় আছে। পাঠ্যপুস্তকে এই বিতর্কিত বিষয়টি যারা দিয়েছে, তাদের চিহ্নিত করতে কমিশন গঠনের দাবি জানান তিনি।

শিক্ষার মান নিম্নমুখী উল্লেখ করে গোলাম কিবরিয়া বলেন, প্রাথমিক থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পেছনে এক শ্রেণির বৃদ্ধিজীবীরা লাগছে। তারা নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে। যে কারণে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছে। আর দেশে ফিরে আসছে না। এটা চলতে থাকলে দেশের অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। মেধাবী জাতি গঠনে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ আজকের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০৪১ সালে যুবক হবে এবং নেতৃত্ব দেবে উন্নত রাষ্ট্রের।

তিনি আরও বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপিসহ চার দলীয় জোটের নেতা-কর্মীরা মিথ্যাচারে লিপ্ত। তারা মিথ্যার বেসাতি করছে। গণতন্ত্র পুনরুদ্ধারের ঘোষণা দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করছে।

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কর্মীরা, সরকার ও দল সবসময় মানবতার পাশে ছিল আছে। হাওর অঞ্চলসহ সারা দেশে যেভাবে বন্যা, নদী ভাঙন স্থায়ীভাবে মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি, সেই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংসদ সদস্য পংকজ দেবনাথ বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবতাকে সুসংহত করার জন্য এই অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। এই স্বাধীনতা বিরোধী শক্তিই সমৃদ্ধির মহাসড়কে প্রধান বাধা।

এদিকে সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, কক্সবাজার, টেকনাফ এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়েছিল। এরপর অনেকে আত্মসমর্পণ করেছিল। কিন্তু এখন মাদক আসা তিনগুণ বেড়েছে।

জাপা সংসদ সদস্য অভিযোগ করেন, এর সঙ্গে রোহিঙ্গারা জড়িত। অনেকে ক্যাম্পের কাঁটাতারের বেড়া কেটে বাইরে চলে যান। তমব্রু সীমান্তে কোনাপাড়া এলাকাটি নোম্যান্স ল্যান্ড। সেখানে কিছু রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। সেখানে সশস্ত্র গ্রুপ আছে। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কোনাপাড়া দিয়ে মাদক আসছে। এই মাদক ব্যবসার সঙ্গে রোহিঙ্গাদের সঙ্গে এদেশের অনেকে জড়িত।

পীর ফজলুর রহমান বলেন, কক্সবাজার-টেকনাফে কারা কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তার নতুন তালিকা করা উচিত। আর কোনাপাড়ায় যারা অবস্থান করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না গেলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




ব্লাসফেমি আইন চায় জাপা

আপডেট সময় : ১১:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
ইসলাম ধর্মের অবমাননা বন্ধে ব্লাসফেমি আইন চায় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দলটির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু আইনটি পাসের দাবি জানিয়ে তিনি বলেছেন, দেশ আজ অগ্নিগর্ভ। ইসলামের অবমাননা করা হচ্ছে। আমরা আদমের সন্তান। কিন্তু বলা হচ্ছে বানরের সন্তান। এটা ধর্মপ্রাণ মানুষকে আঘাত করেছে।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন গোলাম কিবরিয়া টিপু।

প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে ওই আলোচনায় আরো অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম শাহজাদা, আলী আজম, পংকজ দেবনাথ, নজরুল ইসলাম বাবু, আশেক উল্লাহ রফিক, আ ক ম সরোওয়ার জাহান ও বেগম হাবিবা রহমান খান।

আলোচনায় অংশ নিয়ে গোলাম কিবরিয়া টিপু বলেন, আমরা মুসলমান। আমরা বিশ্বাস করি, আমরা আদমের সন্তান। বানর থেকে মানুষ হওয়ার সুযোগ নেই। এরা ইসলামকে আঘাত করেছে। এই দেশে ব্লাসফেমি আইন করা উচিৎ। জার্মানীতে ব্লাসফেমি আইন আছে। প্রয়োজন হলে সেই আইনের আলোকে আইন করতে হবে। সেই আইনের আওতায় দেশে ধর্মবিরোধী কর্মকাণ্ড যারা করে, তাদেরকে শাস্তি দিতে হবে। তা না হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, কোনো ধর্মপ্রাণ মানুষ বিষয়টি মেনে নিতে পারেনি। প্রত্যেকটা মুসলমানের মনে আঘাত লেগেছে। তাই মানুষ এখন একটা আগ্নেয়গিরি অবস্থায় আছে। পাঠ্যপুস্তকে এই বিতর্কিত বিষয়টি যারা দিয়েছে, তাদের চিহ্নিত করতে কমিশন গঠনের দাবি জানান তিনি।

শিক্ষার মান নিম্নমুখী উল্লেখ করে গোলাম কিবরিয়া বলেন, প্রাথমিক থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পেছনে এক শ্রেণির বৃদ্ধিজীবীরা লাগছে। তারা নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে। যে কারণে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছে। আর দেশে ফিরে আসছে না। এটা চলতে থাকলে দেশের অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। মেধাবী জাতি গঠনে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ আজকের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০৪১ সালে যুবক হবে এবং নেতৃত্ব দেবে উন্নত রাষ্ট্রের।

তিনি আরও বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপিসহ চার দলীয় জোটের নেতা-কর্মীরা মিথ্যাচারে লিপ্ত। তারা মিথ্যার বেসাতি করছে। গণতন্ত্র পুনরুদ্ধারের ঘোষণা দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করছে।

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কর্মীরা, সরকার ও দল সবসময় মানবতার পাশে ছিল আছে। হাওর অঞ্চলসহ সারা দেশে যেভাবে বন্যা, নদী ভাঙন স্থায়ীভাবে মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি, সেই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংসদ সদস্য পংকজ দেবনাথ বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবতাকে সুসংহত করার জন্য এই অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। এই স্বাধীনতা বিরোধী শক্তিই সমৃদ্ধির মহাসড়কে প্রধান বাধা।

এদিকে সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, কক্সবাজার, টেকনাফ এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়েছিল। এরপর অনেকে আত্মসমর্পণ করেছিল। কিন্তু এখন মাদক আসা তিনগুণ বেড়েছে।

জাপা সংসদ সদস্য অভিযোগ করেন, এর সঙ্গে রোহিঙ্গারা জড়িত। অনেকে ক্যাম্পের কাঁটাতারের বেড়া কেটে বাইরে চলে যান। তমব্রু সীমান্তে কোনাপাড়া এলাকাটি নোম্যান্স ল্যান্ড। সেখানে কিছু রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। সেখানে সশস্ত্র গ্রুপ আছে। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কোনাপাড়া দিয়ে মাদক আসছে। এই মাদক ব্যবসার সঙ্গে রোহিঙ্গাদের সঙ্গে এদেশের অনেকে জড়িত।

পীর ফজলুর রহমান বলেন, কক্সবাজার-টেকনাফে কারা কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তার নতুন তালিকা করা উচিত। আর কোনাপাড়ায় যারা অবস্থান করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না গেলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।