ঢাবির সমাজবিজ্ঞানের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ ২১২ বার পড়া হয়েছে

এম. এ. আলিম খান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০১-০২ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের আজ চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে ১৯ এপ্রিল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই পুনর্মিলনীর অনুষ্ঠান চলে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুত্বের টানে প্রিয় বিশ্ববিদ্যালয়ে ছুটে এসেছে সমাজবিজ্ঞান বিভাগের ২০০১-০২ শিক্ষা বর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা। যশোর থেকে হামিদুল হক শাহিন, শেরপুর থেকে জসিম উদ্দিন, চট্রগ্রাম থেকে মোয়াজ্জেম হোসেন লিটন, সিরাজগঞ্জ থেকে ফাহমিদা হক শেলী ও আক্তার হোসেন, লক্ষীপুর থেকে হারুনর রশিদ হিরণসহ আরও অনেকে ছুটে এসেছে এই মিলনমেলায়। একটি দিন তারা বেছে নিয়েছে নিজেদের সুখ-দুঃখকে শেয়ার করতে একটু হাসি আনন্দের মাঝে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করতে। সবাইকে হাসি আনন্দে মাতিয়ে রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছে শাহীন, শিশির, অভি, হারুনসহ আরও অনেকে।
প্রাক্তন শিক্ষার্থীরা উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে প্রোগ্রাম শেষ করে ছুটে যান কলাভবনে তাদের প্রিয় বিভাগের সামনে। সময়ের সাথে সাথে বদলে গেছে বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু। কলাভবনের নিচতলায় আগে যেখানে সমাজবিজ্ঞান বিভাগ ছিল এখন সেখানে হয়েছে ক্রিমিনোলজি বিভাগ। আর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই সামাজিক বিজ্ঞান অনুষদ নতুন ভবনে এখন সমাজবিজ্ঞান বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এসব শিক্ষার্থীরা ছুটে যান অপরাজেয় বাংলার পাদদেশে সেখানে ফটোসেশন করে শেষ করেন তাদের চতুর্থ পুনর্মিলনীর অনুষ্ঠান। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এসব শিক্ষার্থীরা আজ কর্মজীবনে প্রতিষ্ঠিত। যে যার অবস্থান থেকে দেশ ও সমাজ সেবায় অবদান রেখে চলেছে।