১৫০ কোটি আইডি ‘ডিলিট’ করেছে ফেসবুক
- আপডেট সময় : ১০:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ নভেম্বর ২০১৮ ১৭৫ বার পড়া হয়েছে
ফেসবুকের প্রকৃত গ্রাহক সংখ্যা বাড়ার পাশাপাশি ভুয়া আইডির সংখ্যাও বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মটির ভুয়া অ্যাকাউন্ট তথা আইডি সম্পর্কিত একটা ধারণা পাওয়া যায় প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য থেকে। শুধু এ বছর ১৫০ কোটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সরিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ২১০ কোটি স্প্যাম সরানো হয়েছে।
যদিও এখনও অনেক ভুয়া অ্যাকাউন্ট রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জিএসএম অ্যারেনার এক প্রতিবেদনে বলা হয়, এ বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ভুয়া অ্যাকাউন্ট সরানোর কাজ করে ফেসবুক। এ সময়ে ১৫০ কোটি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করে প্রতিষ্ঠানটি। এছাড়া ২১০ কোটি স্প্যাম কনটেন্ট ডিলিট করা হয়। এরমধ্যে ছিল যৌনতা, ঘৃণা-সূচক বক্তব্য, সন্ত্রাসী প্রচারণা, সহিংসতা ছড়ায় এমন কনটেন্টসহ নানা ধরনের নেতিবাচক কনটেন্ট।
প্রসঙ্গত, বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েও গ্রাহকদের আস্থা অর্জন করতে পারছে না প্রতিষ্ঠানটি। সময়ের সঙ্গে সঙ্গে ফেসবুকের প্রতি আস্থা কমছে মানুষের। বিশেষ করে এ বছরের শুরু থেকে নিরাপত্তা ইস্যুতে তীব্র সমালোচনার মুখে পড়ে তারা। এরপর থেকে একের পর এক ইস্যুতে বেশ কোণঠাসা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এরই মধ্যে এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের পদত্যাগের দাবিও উঠেছে।