শাবিপ্রবিতে মেশিন লার্নিং বিষয়ক কর্মশালা শুরু

- আপডেট সময় : ১১:৩৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘ডেটাড্রাইভ ১.০’- উন্নত মেশিন লার্নিংয়ে স্পিডরান কর্মশালা। বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত এই কর্মশালাটি পরিচালিত হচ্ছে (National Student Data Corps, SUST) ‘ন্যাশনাল স্টুডেন্ট ডেটা কর্পস,শাবিপ্রবি (এনএসডিসি-সাস্ট)’ কর্তৃক।
শুক্রবার(৮ মার্চ) আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হুস্টন-টিলটসন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং গণিতের চেয়ারম্যান ড. ফারজানা হোসাইন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে শুরু হওয়া এই কর্মশালায় অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে যোগ দেয়া যাবে। এই কর্মশালা গতকাল ৭ মার্চ থেকে শুরু হয়। যা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এনএসডিসি-সাস্ট, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘নর্থইস্ট বিগ ডাটা ইনোভেশন হাব’ এর সহযোগিতায় পরিচালিত বাংলাদেশের প্রথম স্টুডেন্ট চ্যাপ্টার এটি। এতে তথ্য বিজ্ঞান, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (Data Science, Machine Learning and Artificial Intelligence) শিখতে আগ্রহীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ রয়েছে। মেশিন লার্নিংয়ের প্রতি সকলের আগ্রহ জাগিয়ে তুলতে এবং এই অত্যাধুনিক কর্মক্ষেত্রে দক্ষতা ও জ্ঞানের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করতেই ডেটাড্রাইভ ১.০ পরিকল্পিতভাবে সাজানো হয়েছে এটি। কেউ যদি তথ্য নিয়ে কাজ করা শুরু করে থাকেন অথবা এর থেকে বিস্তৃত জ্ঞান অর্জন করতে চান, তবে এই ব্যাপক ডেটা প্রোগ্রামে প্রত্যেকের জন্যই চমকপ্রদ কিছু না কিছু আছে বলে জানান আয়োজকগণ।
কর্মশালা সম্পর্কে বিস্তারিত:
১. পাইথন প্রাইমার ওয়ার্কশপ – <অফলাইন> মার্চ ৭ এবং ৮ তারিখ সাস্ট, আইআইসিটি, গ্যালারি-২, বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, ২. পাইথন গেমিং প্রতিযোগিতা – মার্চ ৮ থেকে ১২ তারিখ (সময় TBA), ৩. ওয়েবিনার মেশিন লার্নিং ক্যারিয়ারের ভিত্তি – ১২ই মার্চ – TBA, ৪. নাম্পাই এবং প্যান্ডাস এর সাহায্যে তথ্য প্রক্রিয়াকরণ – TBA, ৫. ডেটা ভিজুয়ালাইজেশন এবং হাতে কলমে প্রকল্প শিক্ষাদান – TBA, ৬. মেশিন লার্নিং কৌশল – মৌলিক – TBA,৭. উন্নত মেশিন লার্নিং কৌশল – TBA, ৮. ক্যাগল প্রতিযোগিতার ভিত্তিসম্পর্কে জ্ঞান এবং হ্যান্ডস-অন নোটবুক – TBA, ৯. মেশিন লার্নিং প্রতিযোগিতা শুরু – TBA।
আয়োজকরা আরও জানান, ছাড়াও রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ ওয়েবিনার এবং বিশেষ অধিবেশন! প্রায় ২৫০+ রেজিস্টার্ড আগ্রহীগণ এই কর্মশালায় অংশ নিচ্ছেন। এনএসডিসি-সাস্ট এর বর্তমান সদস্যবৃন্দ ও দেশে বিদেশে প্রতিষ্ঠিত শাবিপ্রবির প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত এই কর্মশালা সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত। আরও বিস্তারিত তথ্য, রেজিস্ট্রেশন, তারিখ এবং সময় সম্পর্কে আপডেটের জন্য ‘ডেটাড্রাইভ ১.০’ এর ফেসবুক ও লিংকডইন পেইজে চোখ রাখতে বলা হয়েছে।