শাবি উপাচার্যের শাশুড়ির মৃত্যুতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ
![](https://sokalersongbad.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ০৯:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে
![](https://sokalersongbad.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের শাশুড়ি চট্টগ্রামে নিজ বাসগৃহে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার মৃত্যুতে শোকবিবৃতি প্রদান করেন মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদ।
সোমবার(৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের সদস্য সচিব ও গণিত বিভাগের প্রফেসর ড. আলমগীর কবির।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৮৩ বছর। তিনি কিছুদিন থেকে বার্ধক্যজনীত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৮ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে স্বামীর কবরের পাশে সমাহীত করা হবে।
মরহুমার মৃত্যুতে শোকবিবৃতি প্রদান করেন মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদ।
পরিষদের আহবায়ক প্রফেসর ড.মোঃ আখতারুল ইসলাম ও সদস্য সচিব প্রফেসর ড. আলমগীর কবির বলেন, আমরা উনার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহতায়ালা যেন মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন (আমিন)।