ভৈরব স্টুডেন্ট’স এসোসিয়েশনের নেতৃত্বে মুজনবী-শরীফ
- আপডেট সময় : ১২:৪৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৩০৬ বার পড়া হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘ভৈরব স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মো. মুজনবীকে সভাপতি এবং শরীফ আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (১ মার্চ) সংগঠনের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম এবং সদস্য সচিব জুবায়ের আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে আছেন মো. ফাইজুল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহজালাল, তাসনিম রহমান হিনা ও আকাশ হাসনাত।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম বাধন, মীম রাদিয়া তুহিন, মাহবুব মারিয়া। প্রচার ও প্রকাশনা সম্পাদক পাবেল রানা, উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক শায়লা আক্তার মিতু, দপ্তর সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক মো. আকরাম হোসাইন, উপ-অর্থ সম্পাদক শিরিন আক্তার মারিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহানশাহ, ক্রীড়া বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিয়া এবং কার্যকরী সদস্য হিসেবে আছেন সাদিয়া জাহান ও জান্নাতুল ফেরদৌস।
সংগঠনটির উপদেষ্টা হিসেবে আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কায়সার।
নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক শরিফ আহমেদ বলেন, ‘কৃতজ্ঞতা পোষণ করছি ভৈরব স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতি আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায়। আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে সবসময় প্রস্তুত থাকবো। সংগঠনকে গতিশীল ও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বদাই চেষ্টা করব। ভৈরব থেকে আগত শিক্ষার্থীদের সুখে দুঃখে সর্বদায় পাশে থাকবো, এটাই আমার অঙ্গীকার।’
কমিটির সভাপতি মো. মুজনবী বলেন, ‘এটা আমাদের প্রথম কার্যনির্বাহী কমিটি। ইতিপূর্বে আমাদের আহ্বায়ক কমিটি ছিলো। আহ্বায়ক কমিটি যেহেতু আমাকে সভাপতি মনোনীত করেছে, আমি সংগঠনের সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো। এবং আমার অঞ্চলের সবার মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করে সবাইকে সাথে নিয়ে এসোসিয়েশন এগিয়ে নিবো।’