শাবিপ্রবির সিরাজুন্নেসা হলে নতুন ছাত্রীদের নবীনবরণ ও নৈশভোজ

- আপডেট সময় : ১১:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রীহলের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীদের নবীনবরণ ও নৈশভোজের আয়োজন করেছে হল কর্তৃপক্ষ।
রবিবার(২৬ ফেব্রুয়ারি) রাত নয়টা থেকে সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ সামাদ হাউজ ভবনে এ নবীনবরণ ও নৈশভোজের আয়োজন করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন হল প্রভোস্ট জোবেদা কনক খান।
হল সূত্রে জানা যায়, নবীন ছাত্রীদের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা ও হলে থাকার নিয়ম-নীতি জানানো হয় তাদের। এ সময় ছাত্রীদের নৈশভোজের আয়োজন হিসেবে খাবার তুলে দেন হল কর্তৃপক্ষ। এছাড়া নিয়মনীতির লিখিত খসড়াও ছাত্রীদের হাতে তুলে দেয়া হয়।
বেগম সিরাজুন্নেসা হলের প্রথম বর্ষের আবাসিক ছাত্রী ও ভূগোল ও পরিবেশ কৌশল(জিইই) বিভাগের শিক্ষার্থী সানজিদা পারভিন জানান, ম্যামরা এসে সবার উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কথা বলেছেন। এরপর খাবার তুলে দিয়েছেন।
হল প্রভোস্ট জোবেদা কনক খান বলেন, ছাত্রীদের অফিসিয়ালি বরণ করে নেয়া হয়েছে আজ। হলের বিভিন্ন নিয়ম নীতিও তাদের বলা হয়েছে। সাথে বিশ্ববিদ্যালয় লুগো সম্বলিত মাস্ক দেয়া হয়। এছাড়া ছাত্রীদের সবাইকে নৈশভোজের খাবার হাতে তুলে দেয়া হয়েছে। একই সঙ্গে হলের নিয়ম নীতির খসড়াও তাদের হাতে তুলে দেয়া হয়েছে।