নোবিপ্রবিতে যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত

- আপডেট সময় : ১২:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে

নোবিপ্রবি প্রতিনিধি, মোঃ আবদুল আহাদ:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) তে যথাযথ মর্যাদায় আন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক কর্মসূচি।
এই উপলক্ষে মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারি) শোক র্যালি অনুষ্ঠিত হয় ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে জয় বাংলা চত্বর ঘুরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
শহীদ মিনারে প্রথমে নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বক্তৃতায় উপাচার্য মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাহাত্ম্য ও গুরুত্ব তুলে ধরে বলেন রক্ত দিয়ে অর্জন করা এ ভাষার যথাযথ মর্যাদা রক্ষায় আমাদের কাজ করতে হবে সকলকে একসাথে।
এই সময় উপস্থিত ছিলেন,উপ উপাচার্য প্রফেসর ড. আব্দুল বাকী (রেজিস্ট্রার অ.দা) শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান, বিভিন্ন অনুষদের ডীন,অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পরবর্তীতে বিভিন্ন বিভাগ ইন্সটিটিউট হল প্রশাসন ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
170 total views, 1 views today