দেশের সঙ্গীদের সাথে নিয়মিত অনলাইনে চলছে গোপন বৈঠক
দুবাইয়ে পলাতক এমএলএম প্রতারক আরিফের নতুন মিশন শুরু

- আপডেট সময় : ০২:১৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ২৭৫ বার পড়া হয়েছে

করোনা মহামারীর সময়ে আনজাম গ্লোবাল নামের একটি এমএলএম প্রতিষ্ঠান খুলে আরিফুর রহমান নামক এক প্রতারকের সিন্ডিকেট শত কোটি টাকা হাতিয়ে নিয়ে দুবাইয়ে পালিয়ে যায়। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আরিফের বেশ কয়েকজন সহযোগী গ্রেপ্তার হলেও তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে যান। সেই প্রতারক আনজাম আরিফ দুবাইয়ে বসেই দেশে নতুন মিশন পরিচালনার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
প্রতারণার নতুন দোকান শুরু করার প্রয়াসে প্রতিনিয়ত তার সিন্ডিকেটের সঙ্গে অনলাইনে গোপন বৈঠক পরিচালনা করছেন আরিফ। আরিফের বেশ কয়েকজন সহযোগিত ইতিমধ্যেই দুবাইয়ে ঘুরে এসে দেশে ফিরে নতুন মিশন বিষয়ে কাজ শুরু করেছেন বলে জানা গেছ।
আনজাম গ্লোবাল প্রতারক সিন্ডিকেট তাদের নতুন মিশন পরিচালনার বিষয় দুবাই থেকে আলাপ আলোচনা ও প্রশিক্ষণ শেষে দেশে এসে সঙ্গী-সাথীদের সাথে গোপন বৈঠক চালাচ্ছেন। এমনকি খুব দ্রুতই বড় একটি সিন্ডিকেট দুবাইয়ে ভ্রমণের প্রক্রিয়া শুরু করেছেন বলেও অনুসন্ধানে জানা গেছে। বড় একটি টিম নিয়ে দুবাই ঘুরে দেশে এসে আরিফের নতুন মিশন শুরু করে দিবেন বলে জানায় নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরই একজন। শুরু হতে যাওয়া নতুন মিশন আরিফ দুবাইয়ে বসেই অনলাইনে পরিচালনা করবেন এমটাই জানা গেছে।
আনজাম গ্লোবাল নামের এমএলএম পরিচালনার মাধ্যমে গ্রাহকদের শত কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক আরিফের নতুন মিশন ও গোপন কর্মকান্ডের বিস্তারিত খোঁজখবর রাখছে সকলের সংবাদের অনুসন্ধানী চোখ।
চলবে…..