‘এক বছরের মধ্যে রংপুরে গ্যাস আসার কাজ সম্পন্ন’

- আপডেট সময় : ১২:৪৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে

তিনি বলেন, বিএনপি-জামায়াত মিথ্যাচার করেই চলেছে। তাদের এই মিথ্যাচারের জবাব দেশের দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে দিতে হবে। আজ আমাদের দেশ উন্নয়নে চকচক করছে।যোগাযোগ ব্যবস্থা সহ সব ক্ষেত্রে উন্নয়ন এখন দৃশ্যমান। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। তা নাহলে এই দেশ রাজাকার আলবদরে পরিণত হবে।
টিপু মুনশি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। পদ না পেলেও দল এবং দেশের জন্য স্বাধীনতার পক্ষে থেকে কাজ করতে হবে। এটা আমাদের দলের সবার দায়িত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের সব নেতাকর্মীদের সততার সঙ্গে দেশের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধভাবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, মজনু মিয়া। এসময় পীরগাছা উপজেলার ৯ ইউনিয়নের নেতাকর্মীরা ও ৮১টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক প্রার্থীরা উপস্থিত ছিলেন।
তিনি সকালে পীরগাছা থানা পুলিশের আয়োজনে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান।
গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পুলিশ মানুষের শক্র নয় বন্ধু। আর গ্রাম পুলিশ কাজ করে একবারে প্রাথমিক পর্যায়ে। গ্রাম পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম পুলিশ মানুষের খুব কাছাকাছি থাকার সুযোগ পায়। একারণে তাদের আচার-আচরণ ও ব্যবহার হতে হবে অত্যন্ত অমায়িক। তাহলে মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে এবং মানুষ পুলিশকে বন্ধু মনে করবেন।
এএজেড