ডিইউজে’র সাধারণ সম্পাদকের হাতে নারী সাংবাদিক লাঞ্ছিত থানায় মামলা

- আপডেট সময় : ০৩:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের অধিকার আদায়ের কাজ করা ঐতিহ্যবাহী সংগঠন ঢাকার সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের হাতে সংগঠনের নারী সাংবাদিক ও নেত্রী জেসমিন আক্তার জুঁইয়ের লাঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে।
সভায় উপস্থিত একাধিক নির্বাহী সদস্যের এবং অভিযোগের সূত্রে জানা যায়, সোমবার বেলা ১২ টার দিকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে একাংশের নির্বাহী কমিটির পূর্ব নির্ধারিত সভায় সাংগঠনিক কিছু বিষয়ে মতবিরোধিতা নিয়ে বাক বিতান্ডা শুরু হলে এক পর্যায়ে ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে দৈনিক নওরোজের নারী চিত্র সাংবাদিক জেসমিন আক্তার জুঁইয়ের গায়ে হাত তোলেন।
এ সময় চড়-থাপ্পড় সহ নারী সাংবাদিকের স্পর্শকাতর স্থানে আঘাত করার হয়েছে বলে উপস্থিত সহকর্মীদের নিকট অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী সাংবাদিক।
এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভুগী।