ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বুড়িচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনও’র! Logo ইবি উপাচার্যকে ১০লাখ ঘুষ প্রস্তাব এক তরুনীর! Logo মামলায় জর্জরিত কুলাউড়ার ছাত্রদল নেতা মিতুল পালিয়ে আছেন প্রবাসে Logo ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শাবি ছাত্রলীগের কার্যক্রম শুরু Logo থিয়েটার কুবির ইফতার মাহফিল Logo রাজধানীর শান্তিনগর বাজার নিয়ে শত কোটি টাকার লুটপাট Logo ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক Logo ঢাবি শিক্ষক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ Logo ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সজীব, সম্পাদক আশিক Logo পুরান ঢাকায় জুতার কারখানার আগুন




বরিশালের বাবুগঞ্জে পাচারকালে ৫০মেঃটঃ সরকারি চাল জব্দ, আটক ১ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ১১২ বার পড়া হয়েছে

নুরে আলম, বাবুগঞ্জ, (বরিশাল): বরিশালের বাবুগঞ্জ উপজেলা আরিয়াল খা নদী’র মীরগঞ্জ পয়েন্ট থেকে চোরাচালানকারিদের ট্রলার বোঝাই ৫০ কেজির ১হাজার বস্তা (৫০মেট্রিক টন) সরকারি চাল ও একজনকে আটক করেছে স্থানীয় জনতা।

পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনর্চাজ বাবুগঞ্জ থানা খবর দেন। ঘটনাস্থলে আসে ১হাজার বস্তা (৫০মেঃ টঃ) চাল জব্দ করেন এবং ট্রলারসই ট্রলারের মাঝি আটক করেন।

টলারের মাঝি ছত্তার মাতুববর ঘোলাটে ভাবে জানান মেহেন্দিগঞ্জ উপজেলার বদুরপুর গ্রামে মনু মাঝি ছেলে জয়নাল মাঝি আমার ট্রলার ভাড়া করেন। আমার সাথে কথা ছিলো মেহেন্দিগঞ্জের মিট্ঠু নদী’র বার্জস থেকে মুলাদী খাদ্য গুদাম চাল নিতে হবে। আমি জানতাম এইগুলো অবৈধ পাচারকৃত চাল।

তবে মাঝি’র এমন বক্তব্যে ছিলো অনেক জল্পনা কল্পনা’র মহাবেড়া। মুলাদী খাদ্য গুদামের চাল হয়ে থাকলে বাবুগঞ্জের আরিয়াল খা নদীতে কেন।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদক’কে জনৈক ব্যক্তি জানান, পাচারকৃত সরকারি চাল মেহেন্দিগঞ্জের পাতারহাট বার্জস থেকে চোরাকারবারি মাদারীপুর পাচারের জন্য শনিবার সকাল ১০টায় টলার বোঝাই করে নিয়ে আসে। তবে ট্রলারটি মিরগঞ্জ নামক স্থানে আরিয়াল খা নদীতে উৎসক জনতা দুপুর ১২টায় আটক করে। তবে কার বা কাহার চাল সে বিষয় কিছু বলেন নি।

উপজেলা নির্বাহী অফিসার আমীনুল ইসলাম সকালের সংবাদকে জানান, ট্রলারটি উৎসক জনতা আটক করেন। পরে ওসি ও আমাকে কে খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে একটি ট্রলার বোঝাই ৫০ মেট্রিক টন চাল জব্দ করি ও একজনকে পুলিশ আটক করে।

জব্দকৃত চাল বাবুগঞ্জ খাদ্য গুদামে পুলিশের তদারকিতে রয়েছে, বিজ্ঞ আদালতের আদেশ না আসা পর্যন্ত সেখানেই থাকবে যেহেতু অন্য কোথাও এতগুলো চাল রাখার যায়গা নাই ।
গ্রেপ্তারকৃত মেহেন্দিগঞ্জ উপজেলার, সোনামদ্ধী গ্রামের, ছৈয়দ আলীর ছেলে ছত্তার মাতুববরকে। আটক করে থানা হাজতে পাঠানো হয়। কারাণ এটা মোবাইল কোর্ট নয় সেহুতু সাধারণ ভাবেই আইন আনুকভাবেই ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




বরিশালের বাবুগঞ্জে পাচারকালে ৫০মেঃটঃ সরকারি চাল জব্দ, আটক ১ 

আপডেট সময় : ১২:০০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১

নুরে আলম, বাবুগঞ্জ, (বরিশাল): বরিশালের বাবুগঞ্জ উপজেলা আরিয়াল খা নদী’র মীরগঞ্জ পয়েন্ট থেকে চোরাচালানকারিদের ট্রলার বোঝাই ৫০ কেজির ১হাজার বস্তা (৫০মেট্রিক টন) সরকারি চাল ও একজনকে আটক করেছে স্থানীয় জনতা।

পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনর্চাজ বাবুগঞ্জ থানা খবর দেন। ঘটনাস্থলে আসে ১হাজার বস্তা (৫০মেঃ টঃ) চাল জব্দ করেন এবং ট্রলারসই ট্রলারের মাঝি আটক করেন।

টলারের মাঝি ছত্তার মাতুববর ঘোলাটে ভাবে জানান মেহেন্দিগঞ্জ উপজেলার বদুরপুর গ্রামে মনু মাঝি ছেলে জয়নাল মাঝি আমার ট্রলার ভাড়া করেন। আমার সাথে কথা ছিলো মেহেন্দিগঞ্জের মিট্ঠু নদী’র বার্জস থেকে মুলাদী খাদ্য গুদাম চাল নিতে হবে। আমি জানতাম এইগুলো অবৈধ পাচারকৃত চাল।

তবে মাঝি’র এমন বক্তব্যে ছিলো অনেক জল্পনা কল্পনা’র মহাবেড়া। মুলাদী খাদ্য গুদামের চাল হয়ে থাকলে বাবুগঞ্জের আরিয়াল খা নদীতে কেন।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদক’কে জনৈক ব্যক্তি জানান, পাচারকৃত সরকারি চাল মেহেন্দিগঞ্জের পাতারহাট বার্জস থেকে চোরাকারবারি মাদারীপুর পাচারের জন্য শনিবার সকাল ১০টায় টলার বোঝাই করে নিয়ে আসে। তবে ট্রলারটি মিরগঞ্জ নামক স্থানে আরিয়াল খা নদীতে উৎসক জনতা দুপুর ১২টায় আটক করে। তবে কার বা কাহার চাল সে বিষয় কিছু বলেন নি।

উপজেলা নির্বাহী অফিসার আমীনুল ইসলাম সকালের সংবাদকে জানান, ট্রলারটি উৎসক জনতা আটক করেন। পরে ওসি ও আমাকে কে খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে একটি ট্রলার বোঝাই ৫০ মেট্রিক টন চাল জব্দ করি ও একজনকে পুলিশ আটক করে।

জব্দকৃত চাল বাবুগঞ্জ খাদ্য গুদামে পুলিশের তদারকিতে রয়েছে, বিজ্ঞ আদালতের আদেশ না আসা পর্যন্ত সেখানেই থাকবে যেহেতু অন্য কোথাও এতগুলো চাল রাখার যায়গা নাই ।
গ্রেপ্তারকৃত মেহেন্দিগঞ্জ উপজেলার, সোনামদ্ধী গ্রামের, ছৈয়দ আলীর ছেলে ছত্তার মাতুববরকে। আটক করে থানা হাজতে পাঠানো হয়। কারাণ এটা মোবাইল কোর্ট নয় সেহুতু সাধারণ ভাবেই আইন আনুকভাবেই ব্যবস্থা গ্রহন করা হবে।