পৃথিবীর সকল ধর্মের সবার মা আমারই মা – এইচ আর শফিক
- আপডেট সময় : ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ১৯০ বার পড়া হয়েছে
এইচ আর শফিক:
মাকে অসম্মানের অথবা কুটুক্তি কোনো সন্তান বরদাস্ত করতে পারে না। মেয়ের কোনো জাত, বর্ন, ধর্ম নেই। হোক সে নিজের মা অথবা অন্যের মা। মা তো মা” ই। অনেকেই মা/নারী জাতিকে সম্মান করতে জানে না তারা পতাকা হাতে দেশ মাতা বলে চিৎকার করে বুলি আওড়ায়। একজন মানুষ হিসেবে মানুষকে, সন্তান হিসেবে একজন মাকে সম্মান করতে না পারা মানুষ গুলো জানোয়ারের চেয়েও অধম। আপনি বলতে পারেন এত খারাপ ভাবে কেনো বলতে হইলো?
আমার উত্তর: জানোয়ার যৌণ লালসার জন্য মা জানোয়ার কে ব্যবহার করে তাই মা জাতিকে সম্মান করতে না পারা মানুষের মত দেখতে জানোয়ার দের বিষয়ে এমনটা আমার উত্তর।
ধরুন আপনি বাসের ছিটে বসে অফিসে বা বাসায় যাচ্ছেন এমন সময় একজন মা বয়সী নারী বাসে উঠলো সিট পেলো না। তখন সেই মা নারীকে নিজের সিটে বসিয়ে দেওয়া মানুষটাই মানুষ, আমার চোখে এমন মনোভাব সম্পন্ন ব্যক্তি ব্যতীত বাকি সব অমানুষ বা জানোয়ার বলে গৌণ করাই যায়।
মানুষের মত দেখালেই মানুষ হয় না। আমরা চারপাশে যা দেখি তা মানুষ নয় সংখ্যা মাত্র।
নারীকে মা, বোন, বা প্রেয়সী সেই যায়গায় আপনি দেখেন না কেনো সবটাই আবেগের।
যে ব্যক্তি কোনো মাকে নিয়ে অশালীন মন্তব্য বা বক্তব্য করতে দ্বিধাবোধ করে না, সে নিচ্ছই মুসলমান তো দূরের কথা মানুষের কাতারেই গৌণ হতে পারে না।
আমাদের চারপাশের অনেক ব্যক্তিকে দেখি তারা মায়ের জাত নারী অথবা মায়ের সমান বয়সী একজন নারীকে অসম্মান, রিক্সা ওয়ালা কে তুই তুকারি, ফুসকা ওয়ালাকে দমক দিয়ে নিজেকে উচ্চ মাপের মানুষ হিসেবে জাহির করতে চায়! আসলে তারা কি?
তারা অমানুষ তাদের সর্থের জন্য তারা পশু হিসেব যে কোন সময় যে কোন মানুষের কাছে আবির্ভাব হাওয়াটা সময়ের ব্যাপার মাত্র।
একজন মানুষ হিসেবে, একজন সন্তান হিসেবে একজন মাকে সর্বচ্চ সম্মান করা নৈতিকতা।
নারীর সম্মান, মায়ের সম্মান, রক্ষায় একজন সন্তান কখনই কোন রকম ছাড় দিতে পারে না। সে হোক নিজের মা হোক অন্যের মা।
পৃথিবীর সকল ধর্মের সকলের মাপৃথিবীর সকল ধর্মের সবার মা আমারই মা, সকল মায়ের প্রতি সালাম ও শ্রদ্ধা।