নিজস্ব প্রতিবেদক;
গাজীপুর সদর উপজেলার মনিপুরস্থ পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনেস্টিক সেন্টারের চেয়ারম্যান এবং ওটি ইনচার্জের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাসপাতালের এক নার্স মামলা করেছেন।
গত ১১ ডিসেম্বর জয়দেবপুর থানায় মামলার পর থেকে হসপিটাল চেয়ারম্যান সাইফুল ইসলাম (৩২) এবং ওটি ইনচার্জ সুমন আহমেদ (৩০) পলাতক রয়েছেন।
মামলার বাদী জানান, সাইফুল ইসলামের মালিকানাধীন হাসপাতালের তৃতীয় তলার কোয়ার্টারে বসবাস করে আসছেন তিনি (নার্স)। প্রায় অভিযুক্তরা তার সাথে আপত্তিকর কথাবার্তা বলেন ও অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কুপ্রস্তাবে রাজি না হলে ও প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে উল্টো নার্সের ক্ষতি করার পায়তারা করতে থাকে।
Related