দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়ালো
- আপডেট সময় : ০২:৫৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে বাংলাদেশ । দেশে কোবিড ১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাঁড়িয়েছে।গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জনের শরীরের করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জনে দাঁড়িয়েছে।
সোমবার (৪ মে ) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, ‘এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৬৮ শতাংশই পুরুষ। আর ৩২ শতাংশ নারী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন। ঢাকার পরেই চট্টগ্রাম ও ময়মনসিংহে আক্রান্তের সংখ্যা বেশি।’
তিনি জানান, এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৮২ জনে দাঁড়িয়েছে।