সংবাদ শিরোনাম :
করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ছাড়াল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০ ১২৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক,
করোনার থাবায় বিশ্বের নানা প্রান্তে মারা গেছে ২ লাখ ৪৪ লাখ হাজার ৭৭৩ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাড়াল ৩৪ লাখ ৮৩ হাজার ৯৩৫ জন।
রোববার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডো মিটার্স এই তথ্য জানায়।
শুধু ইউরোপে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ পেরিয়ে গিয়েছে। তুলনামূলক কমেছে মৃতের সংখ্যা।
ব্রিটেনে ২৪ ঘণ্টায় ৩৭০ জনের মৃত্যু হয়েছে। কয়েকদিন আগেও সংখ্যাটা নয়শোর কাছাকাছি ছিল। ফ্রান্সে এক দিনে মৃত্যু হয়েছে ২১৮ জনের। দেশটির স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে ২৪ জুলাই পর্যন্ত।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের বরাতে এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৫।