সংবাদ শিরোনাম :
খুলে দেয়া হলো মসজিদুল হারাম ও নববী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ১৯২ বার পড়া হয়েছে

Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2020-03-06 10:00:19Z | http://piczard.com | http://codecarvings.com

ধর্ম ডেস্ক;
অবশেষে খুলে দেওয়া হচ্ছে সৌদি-আরবের সবচেয়ে বড় দুই মসজিদ মক্কার মসজিদ-আল-হারাম ও মদিনার মসজিদ-আল-নববী। প্রায় এক মাস ১০ দিন পর আবার মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করবেন এই দুই মসজিদে।
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ২০ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য এই মসজিদ দু’টি বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ। মসজিদ দুটি খুলে দেয়া হলেও মুসল্লিদের কিছু নিয়ম-কানুন বেঁধে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদে প্রত্যেক মুসল্লিকে নিজ নিজ জায়নামাজ সঙ্গে করে নিয়ে আসতে হবে। সবাইকে অবশ্যই মুখে মাস্ক পড়ে আসতে হবে। মসজিদে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালো করে পরিষ্কার করতে হবে এবং অবশ্যই শারীরিক দূরত্ব বজার রাখতে হবে।
সৌদি আরবে এখন পর্যন্ত ২২ হাজার ৭৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৬৩ জন। সূত্র: মিডলইস্ট মিরর, ডেইলি টাইমস পিকে