গাজীপুরে চার খুনের ঘটনার মূলহোতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৫৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ১১৫ বার পড়া হয়েছে
গাজীপুর প্রতিনিধি,
গাজীপুরের শ্রীপুরে আলোচিত মা ও তিন সন্তানকে গলাকেটে হত্যার ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুারো অফ ইনভেস্টিগ্রেশন ।
গতকাল দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগ্রেশনের পরিদর্শক হাফিজুর রহমান।
গ্রেপ্তার যুবকের নাম পারভেজ। তিনি আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। পারভেজ ছাড়াও এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজন অংশ নিয়েছিলেন।
হাফিজুর রহমান বলেন, পারভেজকে গতকাল রাতে আবদার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। এর পরপরেই তাকে নিয়ে অভিযানে বের হয় পিবিআই। এ সময় পারভেজেরে ঘর থেকে তার দেখানো মতো রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেয়া অবস্থায় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একটি পায়জামার ভেতর থেকে তিনিটি গলার স্বর্ণের চেইন, ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণলংকার উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগ্রেশনের পরিদর্শক হাফিজুর রহমান।